আলাদাভাবেই আয়ারল্যান্ড গেলেন সাকিব

Looks like you've blocked notifications!
গতকাল বুধবার রাতে সপরিবারে আয়ারল্যান্ডের পথে উড়াল দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ সময় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। ছবি : সংগৃহীত

সাকিব আল হাসান কি বিশেষ কোনো কারণে একটু ক্ষুব্ধ? ইদানিং কি একটু আলাদা চলাফেরা করছেন তিনি? গত কিছুদিন যাবত প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে। সোমবার বিশ্বকাপ উপলক্ষ্যে করা বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেননি তিনি। এ নিয়ে আলোচনা-সমালোচনা চলমান থাকা অবস্থাতেই গতকাল আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপ খেলতে যাওয়া দলের সঙ্গে একই ফ্লাইটে যাননি সাকিব। তবে সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, পরিবারকে সঙ্গে নিয়ে গতকাল সন্ধ্যায় আলাদাভাবে যাবেন তিনি। দলের সঙ্গে একই ফ্লাইটে তাঁর পরিবারের সদস্যদের টিকেট না পাওয়ায় আলাদাভাবে যাওয়ার সিদ্ধান্ত নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

অবশেষে গতকাল বুধবার রাতে সপরিবারে আয়ারল্যান্ডের পথে উড়াল দেন এই তারকা ক্রিকেটার। রাত ৭টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ডাবলিনের উদ্দেশে ঢাকা ছেড়ে যান তিনি। গতকাল সন্ধ্যায় নিজেই গাড়ি চালিয়ে স্ত্রী-কন্যাকে নিয়ে বিমানবন্দরে হাজির হন সাকিব আল হাসান। এ সময় বেশ চনমনে দেখা যাচ্ছিল তাঁকে।  

সাকিবের আয়ারল্যান্ড যাওয়ার সংবাদ সংগ্রহ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বেশ কিছু সাংবাদিক। প্রথমে কোনো কথা বলতে না চাইলেও, বিশ্বকাপ ক্রিকেট নিয়ে অল্প কথায় নিজের ভাবনাটুকু জানান এই অলরাউন্ডার।

বিশ্বকাপের প্রস্তুতি কেমন, লক্ষ্য কী- এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমার পক্ষে যতটুকু সম্ভব প্রস্তুতি নেওয়ার, আমি তা নিয়েছি। বলতে পারেন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। এখন জায়গামতো সামর্থ্যের সবটুকু উজাড় করে দেওয়ার চেষ্টা থাকবে।’

এবারের আসরে সেমিফাইনাল খেলার লক্ষ্য বাংলাদেশের, সেটা কতটুকু বাস্তবসম্মত- এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমিও বিশ্বাস করি, সেমিফাইনাল খেলাটা অসম্ভব নয়। তবে ফরম্যাটের কারণে ব্যাপারটা বেশ কঠিন।’

১০টি দলের অংশগ্রহণে বিশ্বকাপের এবারের আসর হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। সর্বশেষ ১৯৯২ সালে এই ফরম্যাটে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। অংশগ্রহণকারী ১০ দলের সবাই সবার সঙ্গে খেলবে। সেখান থেকে সেরা চারটি দল উঠবে সেমিফাইনালে।