‘আসন্ন বিশ্বকাপ হবে ইতিহাসের অন্যতম সেরা’

Looks like you've blocked notifications!

কেমন হবে আসন্ন বিশ্বকাপ। কে জিততে পারে শিরোপা, আর কাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি—তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এই আলোচনায় এবার যোগ দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তাঁর মতে, আসন্ন বিশ্বকাপ হবে ‘তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’ এবং ‘অসাধারণ’।

আগামী ৩০ মে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেট নিয়ে দারুণ উত্তেজিত সাঙ্গাকারা ভারতীয় এক সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার মনে হয়, এবারের বিশ্বকাপটি হবে এযাবৎকালের সেরা টুর্নামেন্টগুলোর একটি। আসরটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেও আমার বিশ্বাস। আমি নিশ্চিত, এবারের আসরে অসাধারণ কিছু খেলা দেখতে পারব। ভক্তরাও উপভোগ করবে। এবার হবে মহা উৎসব এবং আমি আসরটি নিয়ে দারুণ উৎফুল্ল।’

নতুন দলগুলোর আন্তর্জাতিক ক্রিকেটকে উপভোগ্য করা নিয়ে খুশি সাঙ্গাকারা। খেলাটির উন্নতির জন্য এটা ভালো বলে মনে করছেন তিনি। এ ব্যাপারে লঙ্কান সাবেক ক্রিকেটার বলেন, ‘আমি মনে করি, খেলাটির বিস্তারে আইসিসি খুবই ভালো কাজ করছে। নতুন দলগুলোকে একটা কাঠামোর মধ্যে এনেছে তারা। এমসিসি অতুলনীয় উপায়ে কাজটি করছে এবং নতুন দেশগুলো এগিয়ে নিতে পরিকল্পনা করছে।’

চারটি বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান আরো বলেন, ‘বোর্ডগুলো কীভাবে তাদের সূচি ঠিক করছে, সেটা দেখতে হবে। আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) সঙ্গে এগুলোর ভারসাম্য থাকতে হবে। যথার্থভাবে পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করতে সফরগুলো মধ্যে যথেষ্ট বিরতি থাকতে হবে। এ মুহূর্তে অনেক বেশি আন্তর্জাতিক ক্রিকেট এবং ঘরোয়া লিগ অনুষ্ঠিত হচ্ছে। কেবল খেলোয়াড় ও বোর্ডের জন্য নয়, এ বিষয়গুলোতে ভারসাম্য রাখতে নিজ নিজ বোর্ডের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।’