সাকিবদের সঙ্গে লড়াইয়ে হেরে শাহরুখের দলের বিদায়

জিতলেই প্লে-অফে খেলার টিকেট পাবে, এমন সমীকরণের ম্যাচ খেলতে নেমে মুম্বাই ইন্ডিয়ানসের কাছে ৯ উইকেটে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) লিগ পর্ব থেকেই শাহরুখ খানের দলের বিদায়। আসরে বাংলাদেশি তারকা সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে লড়াইয়ে হেরে শাহরুখের দল প্লে-অফে উঠতে ব্যর্থ হয়।
লিগ পর্ব শেষে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে আসর থেকে বিদায় নেয় কলকাতা। হায়দরাবাদ ও কলকাতার সমান ১২ পয়েন্ট করে সংগ্রহ ছিল। কিন্তু রানরেটে এগিয়ে থেকে চতুর্থ হয় হায়দরাবাদ, কলকাতা থাকে পঞ্চম স্থানে। গতকাল কলকাতাকে হারিয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ খেলবে মুম্বাই। সমান ১৮ করে পয়েন্ট করে নিয়ে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। আগামী ৭ মে কোয়ালিফায়ার-১-এ মুখোমুখি হবে মুম্বাই-চেন্নাই ও ৮ মে এলিমিনেটরে লড়বে দিল্লি-হায়দরাবাদ।
রোববার রাতে নিজেদের মাঠে টস জিতে ফিল্ডিং নেয় মুম্বাই। ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি কলকাতার ব্যাটসম্যানরা। তাই ২০ ওভারে ৭ উইকেটে ১৩৩ রানের মামুলি সংগ্রহ পায় কলকাতা। দলের পক্ষে অস্ট্রেলিয়ার ক্রিস লিন ২৯ বলে ৪১, রবিন উথাপ্পা ৪৭ বলে ৪০ ও নিতিশ রানা ১৩ বলে ২৬ রান করেন। মুম্বাইয়ের শ্রীলঙ্কার বোলার লাসিথ মালিঙ্গা ৩ উইকেট নেন।
জবাবে অধিনায়ক রোহিত শর্মার ৫৫ ও সুরিয়া কুমার যাদবের ২৭ বলে ৪৬ রানে ২৩ বল বাকি রেখেই জয়ের স্বাদ নেয় মুম্বাই। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ৩০ রান করেন। ২০ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন হার্দিক পান্ডিয়া।
দিনের অন্য ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। টস হেরে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিসের ৫৫ বলে ১০টি চার ও চারটি ছক্কায় ৯৬ ও সুরেশ রায়নার ৩৮ বলে ৫৩ রানের সুবাদে ৫ উইকেটে ১৭০ রান করে চেন্নাই।
জবাবে ওপেনার লোকেশ রাহুলের ৩৬ বলে বিধ্বংসী ৭১ রানের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের ২৮ ও নিকোলাস পুরানের ৩৬ রানে ১২ বল বাকি রেখেই জয়ের স্বাদ নেয় পাঞ্জাব। ম্যাচের সেরা রাহুল নিজের ইনিংসে সাতটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান।
অবশ্য আসরে সাকিব খেলছেন না। বিশ্বকাপে প্রস্তুতির অংশ হিসেবে কিছুদিন আগে আইপিএল ছেড়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন তিনি। তিনি এখন ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে রয়েছেন।