প্রথম ম্যাচের আগে কী নিয়ে দুর্ভাবনায় মাশরাফি?

Looks like you've blocked notifications!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচ দিয়ে আজ ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। তবে ম্যাচ শুরুর আগে বেশ কয়েকটি বিষয় নিয়ে দুর্ভাবনায় আছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এমনিতেই আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা বড় ব্যবধানে হেরে গেছে মাশরাফির দল। কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে রীতিমতো হিমশিম খাচ্ছে দল। ছোটখাটো ইনজুরি সমস্যার কারণে দলের সঠিক কম্বিনেশন বের করতেও ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। অন্যদিকে, সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে বিপজ্জনক ক্যারিবীয় দল। সব মিলিয়ে মাশরাফির কপালে চিন্তার ভাঁজটা স্পষ্ট হয়ে উঠছে।

দেশে তীব্র গরমে প্রস্তুতি ক্যাম্প শেষ করে আয়ারল্যান্ডে গিয়ে প্রচণ্ড ঠান্ডায় ভুগতে হচ্ছে বাংলাদেশ দলকে। ডাবলিনের তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। তবে কন্ডিশনের দিকে নজর না দিয়ে মাঠের পারফরম্যান্সের দিকেই খেয়াল রাখতে চান মাশরাফি। দলের প্রস্তুতি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মনে হয় না ঠান্ডার সঙ্গে আমরা মানিয়ে নিতে পারব। এখানকার মানুষও এই ঠান্ডায় ভোগে। এটার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ নেই। এখানে মানসিকভাবে শক্ত থাকতে হবে। আর খেলতে নেমে ঠান্ডা বা অন্য কিছু অজুহাত ছাড়া কিছু হতে পারে না। এটাকে মানিয়ে নিয়েই খেলতে হবে।’  

অধিনায়ক মাশরাফির দুর্ভাবনার মূল অংশ জুড়ে রয়েছে ক্যারিবীয় দলটির পারফরম্যান্স। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছে জেসন হোল্ডাররা। ত্রিদেশীয় সিরিজটাও শুরু করেছে ঝড়ের বেগে। তবে মাশরাফি ফোকাস করতে চান নিজেদের পারফরম্যান্স ঠিকমতো করার দিকে। প্রস্তুতি ম্যাচের কথা ভুলে গিয়ে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই উন্নতির দিকে নজর রাখার পরামর্শ দিয়ে বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের কিছু খেলোয়াড় আছে, যারা এক হাতে খেলা বদলে দিতে পারে। শাই হোপ তো বাংলাদেশেও আমাদের ভুগিয়েছিল। সে খুব ভালো ছন্দে আছে। ব্রাভোসহ আরো কিছু খেলোয়াড় আছে। তাদের পেস আক্রমণও ভালো। আমরা প্রস্তুতি ম্যাচ হেরেছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাজগুলো ঠিকঠাক করতে হবে।’  

এদিকে দলের কারো কারো ছোটখাটো ইনজুরির সমস্যা রয়েছে। কাঁধের ব্যথায় ভুগছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আপাতত বোলিং করার মতো অবস্থায় নেই তিনি। তাই দলে ঢুকে যেতে পারেন অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে, পেসার তাসকিন আহমেদ প্রস্তুতি ম্যাচে উইকেট পেলেও রান দিয়েছেন অকাতরে। ফরহাদ রেজাও প্রত্যাশা পূরণ করতে পারেননি। তাই আজকের ম্যাচে দুজনের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন দাস/সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান/মেহেদী হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ : জন ক্যাম্পবেল, শেই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক), সুনীল আমব্রিস, অ্যাশলে নার্স, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল ও শেল্ডন কটরেল।