ভয় পান সাকিবও!

Looks like you've blocked notifications!

চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন সাকিব আল হাসান। আইপিএল দিয়ে চোট কাটিয়ে ফেরেন তিনি। খুব বেশি ম্যাচে একাদশে সুযোগ না পাওয়ায় আইপিএলেও অনুশীলন হয়নি। দেশ ছাড়ার আগে দলের সঙ্গে বিশ্বকাপ ক্যাম্পের অনুশীলনও ছিলেন না। এ কারণে স্বভাবতই ত্রিদেশীয় সিরিজে মাঠে নামার আগে কিছুটা ভয় কাজ করছিল তাঁর। তবে সেই ভয়কে জয় করে ব্যাটে-বলের দারুণ পারফরম্যান্সে তিনিই হয়ে উঠলেন জয়ের নায়ক।

উইন্ডিজদের বিপক্ষে নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ব্যাট হাতে ৬১ রানের অপরাজিত ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সাকিব। মূলত প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সই উইন্ডিজদের বিপক্ষে আত্মবিশ্বাস যুগিয়েছে বিশ্বের অন্যতম এই অলরাউন্ডারের। আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন তিনি। প্রথম ম্যাচের এই ছন্দ এবার সামনের ম্যাচগুলোতে নিয়ে যাওয়াই এখন মূল লক্ষ্য দেশ সেরা এই অলরাউন্ডারের। এ ব্যাপারে তিনি বলেন, ‘গত ছয় মাস পর জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেললাম। তাই মাঠে নামার আগে একটু ভয় কাজ করছিল। আসলে এটা হতেই পারে। যেহেতু প্রস্তুতি ম্যাচটা ভালো করেছিলাম, একটা আত্মবিশ্বাস ছিল। যেটা মূল ম্যাচে সাহায্য করেছে। আসলে ওয়েস্ট ইন্ডিজের এমন বোলিং আক্রমণের বিপক্ষে ভালো করতে পারা অবশ্যই অনেক চাপ কমায়। শুরুটা ভালো হয়েছে, এবার বাকিটা চালিয়ে যেতে হবে।’

দেশ ছাড়ার আগে তীব্র তাপমাত্রায় অনুশীলন করে গেছে বাংলাদেশ দল। উল্টো চিত্র আয়ারল্যান্ডে। শীতের তীব্রতা এতটাই যে ফিল্ডিং করাটাও কঠিন হয়ে যাচ্ছে। কখনো ১০-১২ ডিগ্রি সেলসিয়াস, সেটা আবার কখনো ৬-৭ ডিগ্রিতে নেমে আসছে। সবমিলিয়ে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটাও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে টাইগারদের জন্য। কিন্তু ব্যাপারটাকে খুব একটা বড় ইস্যু বলে মনে করছেন না সাকিব, ‘বেশি বেশি খেলার মধ্যে থাকলে ক্রিকেটারদের সামনে ঠান্ডা সমস্যা হয়ে দাঁড়াবে না। আসলে ঠান্ডার কথা বললে এটা সম্পূর্ণ নিজের কাছে। আমি নিজেকে কীভাবে গরম রাখতে পারি সেটা নির্ভর করছে আমার উপর। যত বেশি ম্যাচের মধ্যে থাকতে পারলে এই ঠান্ডাটা খুব একটা সমস্যা করার কথা না। আমি নিজেও যেটা চেষ্টা করি। সবমিলিয়ে এটা কোনো বড় সমস্যা বলে আমি মনে করি না।’

গত মঙ্গলবার ব্যাটে-বলে দুর্দান্ত বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে। নিজেদের শুরুর ম্যাচে এমন জয় এবং পারফরম্যান্স দলের সবাইকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করেন সাকিব। তাঁর কথায়,'এমন জয়ে সবাই আত্মবিশ্বাস পাবে। কারণ এমন পারফরম্যান্স আমরা খুব বেশি ম্যাচে আমরা করতে পারি না। সেখানে এত ভালো একটা পারফরম্যান্স যেখানে, সবাই অবদান রেখেছে। এটা অবশ্যই দলের জন্য ভালো দিক। স্বাভাবিক ভাবে খেলোয়াড়দের দিকে তাকালেই বোঝা যাবে সবাই কতটা এখন আত্মবিশ্বাসী আছে।'