আত্মবিশ্বাসী বাংলাদেশের প্রতিপক্ষ আজ আয়ারল্যান্ড

Looks like you've blocked notifications!

সফরটা শুরু হয়েছিল চূড়ান্ত ভীতি দিয়ে। একদিকে স্বাগতিক আয়ারল্যান্ডকে নিয়ে ছেলেখেলা খেলেছে ওয়েস্ট ইন্ডিজ, অন্যদিকে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে হেরে যায় আয়ারল্যান্ড ‘এ’ দলের কাছে। তবে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে প্রধান প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে অনায়াসে হারিয়ে সব আশঙ্কা এক ঝটকায় দূরে ঠেলে দিয়েছে মাশরাফি বাহিনী। ক্যারিবীয়দের বিপক্ষে দুর্দান্ত জয়ের আত্মবিশ্বাসে বলীয়ান হয়েই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় ডাবলিনে শুরু হবে ম্যাচটি।

প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রায় নিখুঁত এক ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। কোচ স্টিভ রোডস আর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সব কৌশলই কাজে লেগে গেছে। সিমিং কন্ডিশনের পূর্বাভাস থাকলেও স্পিনার মেহেদী হাসান মিরাজকে নামায় বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি যখন বিপজ্জনক দিকে যাচ্ছিল, তখনই দলকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দেন মিরাজ। এরপর পুরো ম্যাচে অসাধারণ লাইন ও লেন্থে বল করে ক্যারিবীয় ব্যাটসম্যানদের ওপর চাপ অব্যাহত রাখেন এই অফস্পিনার।

পাশাপাশি বল হাতে অধিনায়কোচিত পারফর্ম করেন মাশরাফি নিজেই। তৃতীয় উইকেট জুটিতে রোস্টন চেজ ও শেই হোপের জুটি ভাঙার পর টানা তিন উইকেট নিয়ে ক্যারিবীয় ইনিংসের মেরুদণ্ডই ভেঙে দেন দেশসেরা এই পেসার। নিজের প্রথম স্পেলে বাজে বোলিং করলেও শেষদিকে নিজের জাত চেনান মুস্তাফিজও। তৃতীয় পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ও সাকিব আল হাসানও বেশ ভালো বল করে দলকে প্রয়োজনের সময় প্রয়োজনীয় ব্রেক থ্রু এনে দেন। তাই বোলিং আক্রমণ নিয়ে বেশ সন্তুষ্ট অধিনায়ক মাশরাফি এবং টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে, ব্যাটিং বিভাগেও দুর্দান্ত পারফরম্যান্স দেখায় বাংলাদেশ দল। পিচ শট খেলার পুরোপুরি উপযোগী না হলেও উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল ও সৌম্য সরকার অসাধারণ শুরু এনে দেন দলকে। তবে হতাশা হয়ে আসে কাছকাছি গিয়েও দুজনের সেঞ্চুরি মিস করা। নিজের নতুন ব্যাটিং পজিশন ওয়ানডাউনে নেমে দারুণ এক ইনিংস খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। প্রায় পাঁচ মাস পর বাংলাদেশ দলে ফিরে ব্যাট-বল দুটোতেই প্রত্যাশিত পারফর্ম করেন বাঁহাতি এই অলরাউন্ডার। স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে তাই অপরিবর্তিত একাদশ নিয়েই সম্ভবত মাঠে নামবে বাংলাদেশ দল।

অন্যদিকে, গত শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচে দারুণ লড়াই করে আয়ারল্যান্ড দল। কিন্তু ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজের কাছের স্রেফ উড়ে যায় উইলিয়াম পোর্টারফিল্ডের দল। আত্মবিশ্বাসী বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে তাই নিজেদের ভুলত্রুটি শুধরে নেওয়ার দিকেই বেশি মনোযোগ দিতে চায় আইরিশ বাহিনী। গত ম্যাচের একাদশে দু-একটি পরিবর্তনও আনতে পারে স্বাগতিকরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।