এবার চেপে ধরেছেন মুস্তাফিজ

Looks like you've blocked notifications!

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা বেশ সতর্কভাবেই করেছিল ক্যারিবীয়রা। এর পরই বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজের আঘাতে কিছু চাপে পড়ে যায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।  এই চাপ কাটিয়ে উঠতে না উঠতেই আরো দুই উইকেট হারিয়ে বসে তারা। কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমান চেপে ধরেছেন তাদের।

ডাবলিনের ম্যালাহাইড ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ২৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ... রান তুলেছে।

ম্যাচে দুই দলের একাদশেই এসেছে একটি করে পরিবর্তন। ইনজুরির কারণে বাংলাদেশ দল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তাঁর বদলে সুযোগ পাওয়া পেসার আবু জায়েদ রাহির এই ম্যাচ দিয়েই ওয়ানডে ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ দলে পেসার ডানহাতি দ্রুতগতির পেসার শ্যানন গ্যাব্রিয়েলের বদলে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার র‍্যামন রেইফার।

শনিবার স্বাগতিক আয়ারল্যান্ডকে হারিয়ে নয় পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ক্যারিবীয়রা। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই আছে বাংলাদেশ। সবার নিচে আছে স্বাগতিক আয়ারল্যান্ড। আজকের ম্যাচে জিতলেই ফাইনাল নিশ্চিত হবে টাইগারদের। সিরিজে বাংলাদেশের তৃতীয় ম্যাচ এটি। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে ১৯৬ রানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে উড়তে থাকা ক্যারিবীয়দের আট উইকেটে হারিয়ে মাটিতে নামিয়ে আনে বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটা বৃষ্টির কারণে ভেসে গেলে দুই পয়েন্ট পায় বাংলাদেশ দল।    

আজকের ম্যাচের আগে অনুশীলনের সময় কোমরে ব্যথা পান অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বিশ্বকাপ স্কোয়াডে থাকা দলের গুরুত্বপূর্ণ এই সদস্যকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তাই আজকের ম্যাচে সাইফউদ্দিনের জায়গায় সুযোগ পেয়ে যান পেসার আবু জায়েদ রাহি।

বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, আবু জায়েদ রাহি, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ : সুনিল অ্যামব্রিস, শেই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান এলেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেল্ডন কটরেল ও র‍্যামন রেইফার।