প্রথম নারী ম্যাচ রেফারি হচ্ছেন যিনি

Looks like you've blocked notifications!

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম নারী ম্যাচ রেফারি হতে যাচ্ছেন জি এস লক্ষ্মী। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ মঙ্গলবার আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের নাম ঘোষণা করে। যেখানে আছে লক্ষ্মীর নাম। পুরুষদের ক্রিকেটেও ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন এই ভারতীয়।

৫১ বছর বয়সী লক্ষ্মী ২০০৮-০৯ মৌসুমে নারীদের ঘরোয়া ক্রিকেটে প্রথম নারী ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। এর পর তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন তিনি।

পুরুষদের ওয়ানডে ক্রিকেটে গত মাসে প্রথম নারী আম্পায়ার হিসেবে অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোস্যাক দায়িত্ব পালন করেন লক্ষ্মী। এবার ম্যাচ রেফারি দায়িত্ব পাচ্ছেন তিনি।

আইসিসির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে লক্ষ্মী বলেন, ‘আমার জন্য এটি অনেক বড় সম্মানের এবং এর মাধ্যমে নতুন অধ্যায়ের শুরু হচ্ছে। ভারতে একজন ক্রিকেটার ও ম্যাচ রেফারি হিসেবে আমার দীর্ঘ ক্যারিয়ার রয়েছে। আশা করছি একজন ম্যাচ কর্মকর্তা নিজের অভিজ্ঞতার মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে ভালো করতে পারব।’