স্কয়ার ড্রাইভ

ওয়েস্ট ইন্ডিজের প্রেরণা গেইলের ডাবল সেঞ্চুরি

Looks like you've blocked notifications!
মিনহাজুল আবেদীন নান্নু

আগের ম্যাচে ক্রিস গেইলের অসাধারণ ব্যাটিং এবং বিশাল জয়ে ওয়েস্ট ইন্ডিজ দল এখন নিশ্চয়ই উজ্জীবিত। তাই ব্যাটে-বলে ভারসাম্যপূর্ণ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের লড়াইটা ভালো হবে বলে আশা করছি। শুক্রবার ক্রিকেট-বিশ্ব একটা ভালো ম্যাচের আশা করতেই পারে।  

আগের ম্যাচে ভারতের কাছে হেরে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের মনোবলে কিছুটা চিড় ধরতে পারে। তবে ক্যারিবীয়দের চেয়ে প্রোটিয়াদের এগিয়ে রাখতে হবে। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের বিপক্ষে ‘দুর্বল’ বোলিং আক্রমণ ওয়েস্ট ইন্ডিজকে সমস্যায় ফেলতে পারে। 

তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ যথেষ্ট ভালো। জিম্বাবুয়ের বিপক্ষে গেইলের অসাধারণ ডাবল সেঞ্চুরি ক্যারিবীয় ব্যাটসম্যানদের অনুপ্রাণিত করবেই। অবশ্য দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত পেস অ্যাটাকের সামনে তারা কেমন খেলে সেটাও দেখার বিষয়। 

গেইল ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ম্যাচের চেহারা পাল্টে যেতে পারে। কারণ চাপে পড়লে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা যে ভালো করতে পারে না, তা অনেকবার প্রমাণিত হয়েছে। 

সিডনির ‘স্লো’ উইকেটে যারা আগে ব্যাট করবে তাদের জয়ের সম্ভাবনাই বেশি। কারণ ডে-নাইট ম্যাচে বড় রান চেজ করে জেতা খুব কঠিন।  

মিনহাজুল আবেদীন নান্নু :  জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যান অব দ্য ম্যাচও তিনি।