বিশ্বকাপের কমেন্ট্রি বক্সে থাকছেন আতাহার
মাশরাফিরা মাঠে খেলবেন আর কমেন্ট্রি বক্সে আতাহার আলী খান থাকবেন না তা কি হয়? বিশ্বকাপে ধারভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ২৪ জনের ওই তালিকায় আছেন আতাহার আলীও।
ধারাভাষ্যকারের তালিকায় আছেন গত বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। একইসঙ্গে আছেন রানারআপ দলের অধিনায়ক নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককালাম। আজ আইসিসির ওয়েব সাইটে ওই তালিকা প্রকাশ করা হয়।
বাংলাদেশের মধ্যে কেবল আতাহার আলী খানই আছেন ধারাভাষ্যকারের তালিকায়। যথারীতি তারকা ধারাভাষ্যকার ভারতের হর্ষ ভোগলে, সঞ্জয় মাঞ্জেরেকার থাকছেন। পাশাপাশি সৌরভ গাঙ্গুলি, ওয়াসিম আকরামও থাকছেন।
তিন নারী ধারাভাষ্যকার থাকছেন ওই প্যানেলে। তাঁরা হলেন, মেল জোন্স, অ্যালিসন মিশেল ও ইশা গুহা।
বিশ্বকাপে কমেন্ট্রিবক্স মাতাবেন যারা
ইয়ান বিশপ, গ্রায়েম স্মিথ, মেল জোন্স, পমি এমবাঙ্গুয়া, মাইকেল স্ল্যাটার, হার্শা ভোগলে, নাসের হুসাইন, রমিজ রাজা, কুমার সাঙ্গাকারা, অ্যালিসন মিশেল, সাইমন ডুল, সঞ্জয় মাঞ্জেরেকার, মার্ক নিকোলাস, ওয়াসিম আকরাম, ব্রেন্ডন ম্যাককুলাম, আতহার আলী খান, শন পোলক, ইশা গুহা, ইয়ান ওয়ার্ড, মাইকেল হোল্ডিং, মাইকেল অ্যাথারটন, সৌরভ গাঙ্গুলি, ইয়ান স্মিথ ও মাইকেল ক্লার্ক।