বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে পরিহাস, আকাশ চোপড়ার জবাব

Looks like you've blocked notifications!

আগামী ৩০ মে থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড বিশ্বকাপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এবারের বিশ্বকাপে ফেভারিটের নাম উঠতেই কেউ স্বাগতিক ইংল্যান্ডের নাম বলছে, কেউ কেউ আবার বিরাট কোহলির ভারতকে রাখছে ফেভারিটের তালিকায়। অনেকের পছন্দের তালিকাতেই আছে গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১০ দলের এবারের বিশ্বকাপে গ্রুপপর্ব শেষে সেরা চার দল সরাসরি সেমিফাইনালে খেলবে। উল্লেখিত তিনটি দলকে ফেভারিট মেনে চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল খেলবে কারা, সেটা নিয়েই ক্রিকেটবিশ্বে চলছে তুমুল আলোচনা।

ভারতীয় সাবেক ওপেনার আকাশ চোপড়া বর্তমানে ক্রিকেট ধারাভাষ্যের জনপ্রিয় এক মুখ। এবারের বিশ্বকাপে কোন কোন দল ফেভারিট, সেটা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের বিশ্লেষণ জানান এই ধারাভাষ্যকার। নিজের বিশ্লেষণে এবারের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে চতুর্থ দল হিসেবে বাংলাদেশকে এগিয়ে রাখেন চোপড়া। নিজের বিশ্লেষণে সাবেক এই ওপেনার বলেন, ‘ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড—আমার চোখে সেরা তিন দল। চার নম্বরে আমার নজরে একটু এগিয়ে থাকবে বাংলাদেশ। সেমিফাইনালে চার নম্বর জায়গার জন্য লড়াইয়ে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানও থাকবে। তবে পাল্লাটা বাংলাদেশের পক্ষে একটু হলেও ভারি।’

তবে আকাশ চোপড়ার এমন মন্তব্যের পর অনেকেই বাংলাদেশকে নিয়ে উপহাস করতে থাকে। পাকিস্তানের অনেক ক্রিকেটভক্ত বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে পরিহাস করেন। চোপড়ার বিশ্লেষণের ওপর মন্তব্য করতে গিয়ে মুনীব লালি নামক একজন লিখেন, ‘কতবড় কৌতুক, বাংলাদেশ নাকি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে!’

তবে এবারের বিশ্বকাপে মাশরাফির দলের সম্ভাবনা নিয়ে এমন ঠাট্টা মোটেও বরদাশত করেননি আকাশ চোপড়া। মুনীবের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ভারতীয় এই ধারাভাষ্যকার। পাকিস্তানের সমর্থকদের বাংলাদেশ দলকে প্রাপ্য সম্মান দেওয়ার পরামর্শ দিয়ে সাবেক এই ব্যাটসম্যান লিখেন, ‘সবাইকে বলছি, বাংলাদেশকে নিয়ে পরিহাস করা উচিত নয়। অস্ট্রেলিয়া বিশ্বকাপে তারাও কোয়ার্টার ফাইনালে উঠেছিল। গত বছর এশিয়া কাপের ফাইনালেও উঠেছিল। এ দুই আসরে পাকিস্তানের অবস্থান কী ছিল? অন্যকে সম্মান করতে শিখুন। ভারত থেকে অনেক ভালোবাসা রইল।’