সেল্তাকে হারিয়ে শীর্ষে রিয়াল
চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ার হতাশা খুব বেশি দীর্ঘ হলো না রিয়াল মাদ্রিদের। শনিবার লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে রাফায়েল বেনিতেজের শিষ্যরা। এবারের মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে সেল্তা ভিগোকে ৩-১ গোলে হারিয়ে উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে।
এবারের মৌসুমের শুরু থেকে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছিল সেল্তা ভিগো। অনেকটা সময় পয়েন্ট তালিকার শীর্ষস্থান ছিল তাদেরই দখলে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে গেলেও দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ফুটবল-বিশ্বের নজর কেড়েছে স্পেনের মধ্যম সারির এই ক্লাবটি। প্রথমার্ধে রিয়ালের গোলরক্ষক কেইলর নাভাস দারুণ কয়েকটি সেভ না করলে ফল ভিন্ন রকমও হতে পারত। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটের মাথায় ডিফেন্ডার গুস্তাভো কাব্রাল লাল কার্ড দেখার পর খেলা থেকে ছিটকে পড়ে সেল্তা।
নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুতেই এগিয়ে গিয়েছিল রিয়াল। ৮ মিনিটের মাথায় গোল করেছিলেন রিয়ালের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দেন দানিলো। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল। ৮৫ মিনিটে একটি গোল শোধ করেন সেল্তার ফরোয়ার্ড নোলিতো। তবে শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে আরেকটি গোল করে আবারো ব্যবধান বাড়িয়ে দেন রিয়ালের ডিফেন্ডার মার্সেলো।
লা লিগার এবারের মৌসুমে প্রথম নয় ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা সেল্তার সংগ্রহ ১৮ পয়েন্ট। তবে রোববার বার্সেলোনা যদি এইবারকে হারাতে পারে, তাহলে তৃতীয় স্থানে নেমে যেতে হবে সেল্তাকে। আট ম্যাচ শেষে বার্সার ঘরে জমা হয়েছে ১৮ পয়েন্ট। আট ম্যাচ খেলে আরেক শিরোপাপ্রত্যাশী আতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ১৬ পয়েন্ট। রোববার আতলেতিকো খেলবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে।