‘বিস্ময়কর কিছু করাই পাকিস্তানের ক্রিকেটে সৌন্দর্য’

Looks like you've blocked notifications!

পকিস্তান ক্রিকেট দল সম্পর্কে একটা কথা প্রচলিত আছে, তাদের বিস্ময়কর কিছু করার ক্ষমতা দারুণ। আর এটিকে পাকিস্তান ক্রিকেটের সৌন্দর্য উল্লেখ করেছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস। তাঁর বিশ্বাস আসন্ন বিশ্বকাপে পাকিস্তান ১৯৯২ বিশ্বকাপের মতো কিছু করতে পারে।

আইসিসির ওয়েবসাইটে ওয়াকার লিখেছেন, ‌‌'২৭ বছর আগে পাকিস্তান বিশ্বকাপ জিতেছিল। আমার মনে হচ্ছে, আবারও সেটা ঘটতে পারে। আর এবারই সেটা হতে পারে। কেউ কখনো আমাদের সুযোগ করে দেয়নি, আমরা আন্ডারডগ হিসেবে টুর্নামেন্টে অংশ নিয়েছি, সেরা সাফল্য পেয়েছি— এটিই পাকিস্তানের ক্রিকেটে সৌন্দর্য।’

পাডিকস্তানের সাবেক অধিনায়ক ও কোচ আরো বলেন, ‘গত দুই মাস সব কিছু আমাদের পক্ষে ছিল না, তারপরও পুরো দেশ পাকিস্তান দলের পক্ষে থেকেছে। এই দলটি বিশ্বকাপ জিততে পারে। আমরা শুরুটা ভালো করতে পারলে, ভালো কিছু অর্জন করা সম্ভব। এই দলটির দারুণ কিছু করার ইতিহাসও রয়েছে।’

তবে পাকিস্তান একমাত্র দুশ্চিন্তার কারণ হচ্ছে ফিল্ডিং। এ সম্পর্কে ওয়াকার বলেন, ‘পাকিস্তান দলের জন্য ইতিবাচক দিক হচ্ছে তারা বড় স্কোর গড়তে শুরু করেছে। ৩০০ রানের বেশি করতে পারে সেটা প্রমাণ দিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আমরা সেটা দেখেছি। তবে আমার মতে, সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে ফিল্ডিং। ওয়াহাব রিয়াজ ফেরায় এবং মোহাম্মদ আমিরকে দলে নেওয়ায় বোলিং ঠিক পথেই আছে।’