বার্সেলোনার জয়ে সুয়ারেজের হ্যাটট্রিক
ইনজুরির কারণে বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে আছেন বার্সেলোনার প্রধান তারকা লিওনেল মেসি। এ সময়ের অন্যতম সেরা এই খেলোয়াড়টিকে ছাড়া খেলতে নেমে সেভিয়ার বিপক্ষে হেরে গিয়েছিল বার্সা। তবে তার পর এই ধাক্কা খুব ভালোমতোই সামলে উঠেছে কাতালানরা। নেইমার ও লুইস সুয়ারেজের দারুণ নৈপুণ্য যেন বুঝতেই দিচ্ছে না মেসির অনুপস্থিতি। লা লিগার গত সপ্তাহে চার গোল করে দলকে বড় জয় এনে দিয়েছিলেন নেইমার। আর এবারের সপ্তাহে জ্বলে উঠেছেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ। এইবারের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করে বার্সাকে জিতিয়েছেন ৩-১ গোলে।
নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে অবশ্য শুরুটা ভালোভাবে করতে পারেনি বার্সা। ১০ মিনিটের মাথায় পিছিয়ে পড়েছিল এইবারের স্ট্রাইকার বোরজার গোলে। তবে এর পর প্রতিপক্ষকে আর কোনো সুযোগ দেননি লুইস এনরিকের শিষ্যরা। ২১ মিনিটে সান্দ্রো রামিরেজের ক্রস থেকে হেড করে খেলায় সমতা ফেরান সুয়ারেজ। দ্বিতীয়ার্ধের শুরুতে, ৪৮ মিনিটের মাথায় নেইমারের পাস থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন উরুগুয়ের এই তারকা স্ট্রাইকার। আর ৮৫ মিনিটে আরেকটি গোল করে পূর্ণ করেন এবারের মৌসুমে নিজের প্রথম হ্যাটট্রিক। বার্সার এই গোলটিও ছিল নেইমার-সুয়ারেজের দারুণ সমন্বয়ের ফসল।
শেষ গোলটির আগে বার্সা অবশ্য পরিণত হয়েছিল ১০ জনের দলে। ৮৩ মিনিটে সহকারী রেফারিকে কটুবাক্য বলায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল হাভিয়ের মাচেরানোকে।
লা লিগার এবারের মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় প্রথম সারিতে আছে নেইমার-সুয়ারেজের নাম। আট গোল নিয়ে সবার ওপরে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সাত গোল করেছেন সুয়ারেজ। রিয়াল মাদ্রিদের তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও করেছেন সাতটি গোল। ইনজুরির কারণে ছিটকে যাওয়ার আগে মেসি করতে পেরেছেন তিনটি গোল।
লা লিগার প্রথম নয় ম্যাচ পর পয়েন্ট তালিকায় আবার দেখা যাচ্ছে চিরাচরিত দৃশ্য। ২১ পয়েন্ট নিয়ে প্রথম দুটি স্থানে আছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ১৯ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই আছে শিরোপার অন্যতম দাবিদার আতলেতিকো মাদ্রিদ। রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে তারা জিতেছে ২-১ গোলে।
সেল্তা ভিগো আর ভিলারিয়ালও বেশ ভালো লড়াই চালাচ্ছে এবারের মৌসুমে। ১৮ ও ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থান দখল করেছে এ দুই দল।