বিশ্বকাপে আবার শচীনের অভিষেক!

Looks like you've blocked notifications!

ছয়টি বিশ্বকাপ খেলেছেন তিনি। বিশ্বকাপের সর্বোচ্চ সংগ্রাহকও তিনি। এরই মধ্যে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শচীন টেন্ডুলকার। তাহলে বিশ্বকাপে তাঁর অভিষেক হয় কি করে। না, তিনি আর খেলতে নামছেন না। ব্যাট-প্যাড তুলে রাখলেও শচীন প্রথমবার বিশ্বকাপের কমেন্ট্রি বক্সে বসেছেন। ম্যাচের ধারাভাষ্য দিয়েছেন।

আজ বৃহস্পতিবার লন্ডনের ওভালে বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে ধারাভাষ্য দেন এই তারকা ক্রিকেটার। ম্যাচ শুরুর আগে প্রাক-কথন অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানটির নামও তাৎপর্যপূর্ণ, ‘আবারও শচীনের অভিষেক।’

১৯৯২ সালের বিশ্বকাপে মাত্র ১৯ বছর বয়সেই অভিষেক হয়েছিল শচীনের। এর পর আরো পাঁচটি বিশ্বকাপে অংশ নেন। আর ঘরের মাঠে ২০১১ সালে শেষ বিশ্বকাপে শিরোপা স্বাদ পান।

এদিকে ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন। তাঁর ঝুলিতে ২২৭৮ বিশ্বকাপ-রান। এ ছাড়া ২০০৩ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। সেবার ১১ ম্যাচে তাঁর স্কোর ৬৭৩ রান। সেবার ভারত বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েছিল।