বড় লক্ষ্য সামনে অস্বস্তিতে দক্ষিণ আফ্রিকা

Looks like you've blocked notifications!

লক্ষ্যটা বেশ বড়ই, জিততে হলে করতে হবে ৩১২ রান। বিশ্বকাপের উদ্বোধনী দিনে ইংল্যান্ডের বিশাল লক্ষ্য সামনে রেখে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ৪৪ রানের দুই উইকেট হারিয়ে বসে। সে ধারাবাহিকতা বজায় রয়েছে পুরো ইনিংসেই। ইংলিশ বোলারদের সামনে বেশ অস্বতিতেই রয়েছেন দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যানরা।

ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৩৪ ওভারে ১৮০ রান করেছে। তারা উইকেট হারিয়েছে ছয়টি।

এর আগে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড আট উইকেট হারিয়ে ৩১১ রান করে। ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলে ওপেনার ওপেনার জনি বেয়ারস্ট্রোর উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। স্পিনার ইমরান তাঁকে সাজঘরে ফেরান। এই ধাক্কা সামলে স্বাগতিকরা শেষ পর্যন্ত বড় সংগ্রহই গড়েছে। 

মিডল অর্ডারে নামা বেন স্টোকস ইংল্যান্ডকে বড় সংগ্রহ গড়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন। তিনি ৭৯ বলে ৮৯ রান করেন। এ ছাড়া জেসন রয় (৫৪), রুট (৫১) ও মরগান (৫৭) দারুণ কয়েকটি ইনিংস খেলেন।

ইমরান তাহিয়ে ৬১ ও রাবাদা ৬৬ রানে দুটি করে উইকেট নেন। আর লুঙ্গি ৬৬ রানে তিন উইকেট পান।