পাকিস্তানের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে গেইলরা

Looks like you've blocked notifications!

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে পাকিস্তানের দুটি সুখস্মৃতি আছে। দুটোরই ফল ১০ উইকেটে নির্ধারিত হয়। একটিতে ১০ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ, অন্যটিতে পাকিস্তান।

১৯৯২ সালের বিশ্বকাপে ১০ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে পাকিস্তান। তবে ওই বিশ্বকাপেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ইমরান খানের পাকিস্তান। পরে তো বিশ্বকাপই জিতে নেয় পাকিস্তান।

২০১১ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারায় পাকিস্তান। ঢাকায় অনুষ্ঠিত ওই ম্যাচে মাত্র ১১২ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শহিদ আফ্রিদির তাণ্ডবে দ্রুত গুটিয়ে যায় উইন্ডিজ। জবাবে ওপেনার মোহাম্মদ হাফিজ ও কামরান আকমলই খেলা শেষ করে দেন।

তবে পরিসংখ্যানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজই। বিশ্বকাপে এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে সাতবার। পাকিস্তান তিনবার। ২০০৩ সালের বিশ্বকাপ ছাড়া সব ম্যাচেই মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে ১৯৮৭, ১৯৯৯ ও ২০১১ সালের বিশ্বকাপে জয় পেয়েছে পাকিস্তান। অন্য সব ম্যাচে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ৭০ বার জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান জিতেছে ৬০ বার। তিনটি ম্যাচ টাই হয়েছে।

ইংল্যান্ডে হচ্ছে বিশ্বকাপ। ওই হিসেবে একটু হলেও পাকিস্তান এগিয়ে থাকবে। কারণ, ১৯৯৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছিল পাকিস্তান।