তাহলে সৌম্য-লিটন ওপেনিং করবেন আজ?

Looks like you've blocked notifications!

অনুশীলনের সময় চোট পাওয়া তামিম ইকবালকে ঘিরে থাকা শঙ্কা কিছুটা দূর হয়েছে। গতকাল শনিবার তিনি আবার ব্যাটিং অনুশীলন করেছেন বলে জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তামিমকে দেখা যাবে কি না, সে ব্যাপারে কোনো নিশ্চিত বার্তা দিতে পারেননি মাশরাফি।

তামিম ও সাইফুদ্দিনের চোট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্দিষ্ট করে কিছু না জানিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘তামিম এরইমধ্যে ব্যাটিং শুরু করেছে, আর সাঈফের দেখা হবে… তবে সবকিছু নির্ভর করছে ফিজিওর ওপর।’

শুক্রবার ব্যাটিং অনুশীলনের সময় বল লেগে হাতে চোট পেয়েছিলেন তামিম। তীব্র ব্যথায় নেট ছেড়ে তখনই ড্রেসিং রুমে ফিরে যান। তবে পরে এক্স-রে করে দেখা যায়, হাতে কোনো চিড় ধরেনি। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে নামা ফিজিওর পাশাপাশি তামিমের নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

ওভালের উইকেট প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘এ উইকেটে প্রথম ম্যাচে ইংল্যান্ড তিন শতাধিক রান করেছে, ব্যাটিং উইকেটই হবে। তবে স্পিনাররা তাদের ভূমিকা রাখতে পারবে কি না…। আশা করছি ফ্লাট উইকেট হবে।’

‘(উইকেট) যাই হোক না কেন আমাদের মানিয়ে নিতে এবং সেরাটা দিতে হবে। সেটা পেস হোক আর স্পিনেই হোক’, বলেন মাশরাফি।

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে রান উৎসব হবে বলা হলেও এখন পর্যন্ত হওয়া কয়েকটি ম্যাচে বেশ কম রান হয়েছে। তাহলে অল্প পুঁজিতেও লড়াই করা সম্ভব কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরও দেন বাংলাদেশ দলপতি। তিনি বলেন, ‘আগে ব্যাটিং করে যে টোটালই করি না কেন, সেটা দিয়েই লড়াই করতে হবে। এখন পর্যন্ত যে ম্যাচগুলো দেখতে পাচ্ছি… আগেভাগে উইকেট পড়ে যাচ্ছে, এ কারণে হয়তো রানগুলো বড় হচ্ছে না। কিন্তু ওভালে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করে ৩০০ করেছে, হয়তো ওদের কৌশল অন্যরকম, সেটা একটা কারণ হতে পারে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের পরিকল্পনা নিয়ে অধিনায়ক বলেন, ‘আগেভাগে উইকেট পড়ে গেলে বড় রান করা কঠিন হবে। তাই আমরা যদি আগে ব্যাটিং করে আগেভাগে উইকেট না দেই… আবার পরে বোলিং করলে চেষ্টা থাকবে যেন আগেভাগে কিছু উইকেট নিতে পারি।’