হাথুরুসিংহের শিষ্যরা বাচ্চাদের মতো খেলেছে, মন্তব্য দিলশানের

Looks like you've blocked notifications!

বিশ্বকাপের সপ্তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে অপেক্ষাকৃত দুর্বল দল আফগানিস্তান। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হাথুরুসিংহের শিষ্যরা।

আর শ্রীলঙ্কার এমন দুর্বল ব্যাটিং দেখে হতাশ দেশটির সাবেক ক্রিকেটার তিলকরত্নে দিলশান।

প্রথমার্ধে শ্রীলঙ্কার ব্যাটিং শেষে দিলশান বলেন, ‘মিডল অর্ডারে তাঁদের ব্যাটিং দেখে মনে হয়েছে ছোট বাচ্চাদের মত খেলছে শ্রীলঙ্কা।’

এর আগে আফগানিস্তানের বোলিংয়ের সামনে কোনোভাবেই দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। দুর্দান্ত শুরুর পর নবীর বোলিংয়ে এলোমেলো হয়ে গেছে করুনারত্নের দল। ৩৬ ওভার পাঁচ বলে ২০১ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা।

বৃষ্টি আইনে জিততে হলে আফগানিস্তানকে করতে হবে ১৮৭ রান। তবে তা করতে হবে ৪১ ওভারে।

বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। কার্ডিফে অবশেষে খেলা শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ৯টার দিকে। তবে সিদ্ধান্ত হয় খেলা হবে ৪১ ওভারের।