স্যালুটটা কাকে দেন কটরেল?

Looks like you've blocked notifications!

উইকেট নেওয়ার পর সেনা সদস্যের মতো কিছুটা হেঁটে এসে স্যালুট। তারপর দুই হাত ছড়িয়ে থাকা। ওয়েস্ট ইন্ডিজের পেসার শেলডন কটরেলের উদযাপনটা এমনই। হঠাৎ মনে হতে পারে স্যালুটটা আউট হয়ে যাওয়া ব্যাটসম্যানকে দেন কটরেল। কিন্তু না। কটরেল নিজেই জানিয়েছেন স্যালুটটা কাকে দেন তিনি!

জ্যামাইকায় জন্ম নেওয়া কটরেল পেশায় একজন সৈনিক। ‘জ্যামাইকা ডিফেন্স ফোর্সে’র হয়ে কাজ করেন তিনি। কটরেল জানিয়েছেন, উইকেট পাওয়ার খুশিতে জ্যামাইকা ডিফেন্স ফোর্সকেই স্যালুট দেন তিনি!

কটরেল বলেন, ‘এটা মিলিটারি স্টাইলে স্যালুট। আমি পেশায় একজন সৈনিক। জ্যামাইকা ডিফেন্স ফোর্সকে সম্মান জানানোর জন্যই স্যালুটটা দেই আমি।’

কটরেল বলেন, ‘উইকেট পাওয়ার পরই এটা করি আমি। যখন আমি আর্মি ট্রেনিংয়ে ছিলাম তখন ওই স্যালুট দেওয়াটা প্র্যাকটিস করি। ছয় মাস সময় লেগেছে।’

সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, উইন্ডিজ অধিনায়ক হোল্ডার তো কটরেলের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ‘কটরেল আমাদের বোলিংয়ে বৈচিত্র্য এনেছে। আমি তার শক্তিটা পছন্দ করি।’