জাম্পার পকেটে কী থাকে জানেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

Looks like you've blocked notifications!

অস্ট্রেলীয় লেগস্পিনার অ্যাডাম জাম্পার বিরুদ্ধে বল ট্যাম্পারিং করার অভিযোগ উড়িয়ে দিলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে গতকাল রোববার ভারতের কাছে ৩৬ রানে হেরেছে অস্ট্রেলিয়া। কোহলিদের বিশাল সংগ্রহ ৩৫২ রানের জবাবে তাদের ইনিংস থেমেছে ৩১৬ রানে।

ম্যাচের ভিডিও ফুটেজে দেখা যায়, ম্যাচের ২৪তম ওভারে বল করার সময় বল ডেলিভারি দেওয়ার আগে পকেটে হাত ঢোকাচ্ছেন জাম্পা।  

গত বছরই জাম্পার দুই টিমমেট স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার বল ট্যাম্পারিং স্ক্যান্ডালে জড়িয়ে ১২-মাসের নিষেধাজ্ঞা শেষ করে জাতীয় দলে ফিরেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জাম্পার পকেটে হাত দেওয়ার বেশ কিছু ছবি ছড়িয়ে পড়া বিষয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি ছবিগুলো দেখিনি। তবে আমি জানি ওর পকেটে হ্যান্ড ওয়ার্মার (হাত উষ্ণ রাখার এক ধরনের প্যাকেট) থাকে। প্রত্যেক ম্যাচেই ওর কাছে থাকে এটা।’

‘আমি সত্যিই ওগুলো (সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি) দেখিনি। তাই এ বিষয়ে বেশি কিছু বলতে পারছি না। কিন্তু, আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে ওর পকেটে হ্যান্ড ওয়ার্মার থাকে,’ যোগ করেন ফিঞ্চ।

আগামী বুধবার টন্টনে পাকিস্তানের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।