বেকেনবাওয়ারের ‘ভুল’ স্বীকার
ফিফা অনেকদিন ধরেই দুর্নীতি-অনিয়মের অভিযোগে জর্জরিত। যে অভিযোগ থেকে রেহাই পাননি দীর্ঘ ১৭ বছর ফিফা সভাপতির দায়িত্বে থাকা সেপ ব্ল্যাটারও।
জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের নামেও কলঙ্কের ছাপ পড়ল এবার। ২০০৬ বিশ্বকাপ আয়োজনের সময় ভোট ‘কেনা’র অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। জার্মান ফুটবলের ‘কাইজার’ অবশ্য এই অভিযোগ অস্বীকার করছেন। তবে জার্মানির বিশ্বকাপ আয়োজক হওয়ার প্রক্রিয়ায় যে কিছু ‘ত্রুটি’ ছিল, তা স্বীকার করতে দ্বিধা করেননি বেকেনবাওয়ার।
২০০৬ বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান ছিলেন বেকেনবাওয়ার। তার আগে জার্মানির আয়োজক কমিটির প্রধানের দায়িত্বও পালন করেছিলেন তিনি। ভোট কেনার অভিযোগ অস্বীকার করে বেকেনবাওয়ার জানিয়েছেন, সে সময় এমন কিছু প্রস্তাব গ্রহণ করা হয়েছিল যা ‘বর্জন করা উচিত ছিল। এই ভুলের দায়িত্বও নিজের কাঁধে নিয়েছেন অধিনায়ক-কোচ দুই ভূমিকাতেই বিশ্বকাপ জয় করা বেকেনবাওয়ার। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘ফিফার একটা অনুদান পাওয়ার জন্য আমরা ফিফার আর্থিক কমিশনের এমন একটা প্রস্তাব গ্রহণ করেছিলাম যা উচিত হয়নি। সেই সময়ের আয়োজক কমিটির প্রধান হিসেবে আমি এই ভুলের দায় নিচ্ছি।’
এক প্রতিবেদনে জার্মানির ডেয়ার স্পিগেল পত্রিকার দাবি, ২০০৬ বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য জার্মানি চারটি দেশের ভোট ‘কিনে’ নিয়েছিল। ২০০০ সালে ১২-১১ ভোটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে একবিংশ শতাব্দীর দ্বিতীয় বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছিল জার্মানি। তবে বেকেনবাওয়ার এই অভিযোগ দৃঢ়তার সঙ্গে অস্বীকার করেছেন।
এদিকে ২০০৫ সালের এপ্রিলে ফিফাকে ৬৭ লাখ ইউরো দেওয়ার কথা স্বীকার করেছে জার্মান ফুটবল ফেডারেশন। এই বিশাল অঙ্কের অর্থই ভোট কেনার জন্য ব্যয় করা হয়েছিল বলে অভিযোগ ডেয়ার স্পিগেলের।
ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাও ২০০৬ বিশ্বকাপ আয়োজনের অনিয়ম-দুর্নীতি নিয়ে একটি পৃথক তদন্ত শুরু করেছে।