কোপা আমেরিকায় জয় দিয়ে ব্রাজিলের শুরু

বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ৪৬তম আসরে শুভ সূচনা করেছে ব্রাজিল। জোড়া গোল করেছেন মিডফিল্ডার ফিলিপে কুতিনহো।
আজ শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় সাওপাওলো স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল বলিভিয়ার বিপক্ষে শুরুতে আক্রমণের ধার ছিল না নেইমারহীন ব্রাজিলের।
দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে ছাড়াই কোপা আমেরিকায় খেলতে হচ্ছে ব্রাজিলকে। গোড়ালির চোটে গত সপ্তাহে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন এই পিএসজি তারকা।
প্রথমার্ধে বলিভিয়ার জালে বল পাঠাতে ব্যর্থ হয় তিতের দল। গোলের দেখা পেতে সেলেসাওদের অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত।
৫০ মিনিটে ভিএআর প্রযুক্তির সাহায্যে পাওয়া পেনাল্টি থেকে নেইমারহীন ব্রাজিলকে লিড এনে দেন বার্সেলোনার তারকা কুতিনহো।
মাত্র তিন মিনিট পর ফিরমিনিয়োর অ্যাসিস্ট থেকে আবারও প্রতিপক্ষের জালে বল জড়ান কুতিনহো। ৮৫ মিনিটে ব্রাজিলের তৃতীয় গোলটি করেন বদলি হিসেবে নামা এভারটন।
শেষ পর্যন্ত ৩-০ গোলের দারুণ জয় দিয়ে লাতিন আমেরিকার ঐতিহ্যবাহী টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করে ব্রাজিল।
টুর্নামেন্টে বলিভিয়া, ভেনেজুয়েলা ও পেরুর সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনা আছে ‘বি’ গ্রুপে।
বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৬টায় পরের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল।
বিগত চারবার কোপা আমেরিকা আয়োজন করে, প্রত্যেকবারই চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। টুর্নামেন্টে এ পর্যন্ত মোট আটবার শিরোপা জিতেছে সেলেসাওরা। সর্বোচ্চ ১৫ বার চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে, আর আর্জেন্টিনার ঘরে ১৪ বার গেছে কোপার শিরোপা।