অস্ট্রেলীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করলেন শচীন!

Looks like you've blocked notifications!

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে। তবে এই ম্যাচের বাইরে আরো একটি গুরুত্বপূর্ণ খবর আলোচনায় এসেছে। ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার মামলা করেছেন অস্ট্রেলিয়ার এক ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে।

অস্ট্রেলিয়ার ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পার্টান প্রায় তিন বছর আগে ১০ বছরের জন্য চুক্তি করেছিল শচীনের সঙ্গে। চুক্তি অনুযায়ী শচীনের নাম, ছবি ও লোগো ব্যবহার করতে পারবে স্পার্টান। এর জন্য শচীনকে বছরে এক মিলিয়ন ডলার দেওয়া হবে। সেই চুক্তির নাম ছিল ‘শচীন বাই স্পার্টান’।

শচীনের নাম, ছবি বিজ্ঞাপনের প্রচারে ব্যবহার করা হলেও তাঁকে কোনো রয়্যালটি দিচ্ছে না অস্ট্রেলীয় প্রতিষ্ঠানটি। ভারতীয় সাবেক তারকা বেশ কয়েকবার তাগিদও দিয়েছিলেন, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। তাই বাধ্য হয়েই স্পার্টানের বিরুদ্ধে মামলা করেন তিনি।

এই জুন মাসেই মামলা করেছেন শচীন। অবশ্য স্পার্টানের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।

অবশ্য এরই মধ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করে দেন শচীন। তাদের নির্দেশ দেন তাঁর নাম ও ছবি ব্যবহার না করতে। তবে এতে কোনো ফল না হওয়ায় অবশেষে আইনের আশ্রয় নেন শচীন।