ড্র-তে শেষ হলো উরুগুয়ে-জাপানের রোমাঞ্চকর ম্যাচ
হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয় কোপা আমেরিকার অতিথি দল জাপান ও শক্তিশালী উরুগুয়ের ম্যাচ। আক্রমণ-পাল্টা আক্রমণে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে। উরুগুয়ের সুয়ারেজ ও গিমিনেজের গোলের বিপরীতে জাপানের হয়ে জোড়া গোল করেন কোজি মায়োশি। ‘সি’ গ্রুপের এই ম্যাচটি আজ শুক্রবার ভোর ৫টায় অনুষ্ঠিত হয়।
প্রথমার্ধের খেলা শুরু হতে না হতে প্রথম মিনিটেই উত্তেজনা তৈরি করেন উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ। মাঝমাঠ থেকে গোলপোস্ট বরাবর শট নেন তিনি। কিন্তু বলটি সামান্যর জন্য লক্ষ্যভেদ হয়নি।
তিন মিনিটের সময় পাল্টা আক্রমণ করে জাপান। কোজি মায়োশির কাছ থেকে বল পেয়ে পেনাল্টি বক্সের ভেতর থেকে শট নেন ওকাজাকি। কিন্তু পারেননি লক্ষ্যভেদ করতে।
ম্যাচের ১৪তম মিনিটেই এগিয়ে যেতে পারত উরুগুয়ে। ভালো সুযোগ পেয়েছিলেন সুয়ারেজ। কাভানির কাছ থেকে দারুণ একটি বল পেয়ে হেড করেন তিনি। কিন্তু বল চলে যায় সরাসরি গোলরক্ষকের হাতে।
এরপর ২৫তম মিনিটে উরুগুয়ের রক্ষণভাগকে পরাস্ত করে দৃষ্টিনন্দন গোলে জাপানকে এগিয়ে দেন কোজি মায়োশি। সিবাসাকির পাসে পেনাল্টি বক্সের ভেতরে ঢুকে গোলপোস্ট বরাবর জোরাল শট নিয়ে গোলটি করেন মায়োশি।
২৯তম মিনিটে জাপান শিবিরে হামলে পড়ে পেনাল্টি বক্সের ভেতর থেকে গোলপোস্ট বরাবর শট নিতে যান পিএসজি তারকা কাভানি। কিন্তু তাঁর পায়ে পা লাগে জাপানের রক্ষণভাগের খেলোয়াড় নাওমিচি উয়েডার। তৎক্ষণাৎ রেফারি কোনো সিদ্ধান্ত নেননি। তবে ভিএআর প্রযুক্তি সহায়তায় সেটিকে ফাউল বলে সিদ্ধান্ত দেওয়া হয়। হলুদ কার্ড পান উয়েডা। পেনাল্টি পায় উরুগুয়ে। ৩২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা আনেন সুয়ারেজ।
৩৬তম মিনিটে আবারও উরুগুয়ের হামলা। জাপানের পেনাল্টি বক্সের বাইরে দূর থেকে দৃষ্টিনন্দন শট নেন কাভানি। কিন্তু বারে লেগে ফিরে আসে বল।
শেষ পর্যন্ত প্রথমার্ধে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই জাপান শিবিরে আক্রমণ চালায় উরুগুয়ে। পেনাল্টি এরিয়া থেকে গোলপোস্টে শট নেন সুয়ারেজ। কিন্তু লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা সৃষ্টি হয় মাঠজুড়ে।
৫৯তম মিনিটে উরুগুয়ের জালে বল জড়িয়ে লিড নেয় জাপান। ঘটনার নায়ক আবারও সেই মায়োশি। প্রতিপক্ষের একটি ক্রস উরুগুয়ের গোলরক্ষক মুসলেরা হাত দিয়ে থামিয়েছিলেন ঠিকই। তবে ফিরতি বল পেয়ে উরুগুয়ের জালে শট নিতে ভুল করেননি মায়োশি।
গোল শোধ করতে মরিয়া উরুগুয়ে বেশ কয়েকবার আক্রমণ চালায় জাপান শিবিরে। তবে কাঙ্ক্ষিত মুহূর্তটি আসে ৬৬তম মিনিটে। উরুগুয়ের নিকোলাস লোডেইরোর কর্নার শট থেকে হেড করে জাপানের জালে বল জড়ান হোসে গিমিনেজ। হাফ ছেড়ে বাঁচে উরুগুয়ে।
এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে মুখর হয়ে ওঠে মাঠ। তবে ২-২ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় উরুগুয়ে ও জাপানকে।
নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৪ জুন ভোর ৫টায় চিলির মুখোমুখি হবে উরুগুয়ে। অন্যদিকে একই সময়ে জাপান খেলবে ইকুয়েডরের বিপক্ষে।