সানচেজের গোলে ইকুয়েডরকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে চিলি
ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল চিলি। চিলির ফুয়েনজালিডা ও সানচেজের গোলের বিপরীতে ইকুয়েডরের হয়ে একটি গোল করেন ভ্যালেন্সিয়া। আজ শনিবার ব্রাজিলের সালভাদরে বাংলাদেশ সময় ভোর ৫টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রথমার্ধের খেলা শুরু হতে না হতেই ৮ মিনিটের মাথায় ইউকুয়েডরের জালে বল জড়িয়ে লিড নেয় চিলি। কর্নার শট থেকে বল পেয়ে পেনাল্টি বক্স থেকে গোল করেন হোসে ফুয়েনজালিডা।
এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে পড়ে ইকুয়েডর। ২৫তম মিনিটে বল আয়ত্তে আনতে চিলির পেনাল্টি বক্সে ঢুকে যান ইউকুয়েডরের মিডফিল্ডার মেন্ডেজ। চিলির গোলরক্ষক গ্যাব্রিয়েল অ্যারিয়াস বল ঠেকাতে আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু বল ঠেকাতে গিয়ে তাঁর দুই হাত মেন্ডেজের পায়ে লাগলে রেফারি ফাউলের বাঁশি বাজান। পেনাল্টি পায় ইকুয়েডর। গোল শোধ করার বড় সুযোগ হাতছাড়া করেনি তারা। ২৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ভ্যালেন্সিয়া। সেই সঙ্গে সমতায় আনেন দলকে।
এরপর ইকুয়েডরের রক্ষণভাগকে বেশ কয়েকবার বিচলিত করলেও গোলের দেখা পায়নি চিলি। এ ছাড়া ইকুয়েডরও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
শেষপর্যন্ত ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫১তম মিনিটে ইকুয়েডরের জালে বল জড়ান চিলির তারকা ফুটবলার অ্যালেক্সিস সানচেজ। এর আগে সতীর্থ অ্যারেনগুইজের কাছ থেকে দারুণ একটি বল পেয়ে গোলটি করেন তিনি।
এরপর ব্যবধান বাড়াতে চেষ্টা চালিয়ে যায় চিলি। এর মধ্যে ৬৪তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে ইকুয়েডরের গোলপোস্টে দারুণ একটি হেড করেন চিলির পুলগার। কিন্তু ইকুয়েডরের গোলরক্ষক ডমিনগুয়েজের দক্ষতায় হতাশ হয় চিলি।
এরপর ইকুয়েডরের রক্ষণভাগে আরো কিছু আক্রমণ চালায় চিলি। এদিকে ইকুয়েডর তেমন কোনো আক্রমণ চালাতে পারেনি। শেষ পর্যন্ত ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার শেষ আট নিশ্চিত করে চিলি।
গ্রুপ পর্বের দুই ম্যাচের দুটিতেই জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে চিলি। অন্যদিকে দুই ম্যাচের দুটিতেই পরাজিত হয়ে নিজেদের ঝুলিতে কোনো পয়েন্ট যোগ করতে পারেনি ইকুয়েডর। ফলে গ্রুপের তলানিতে অবস্থান করছে দলটি।
আগামী ২৪ জুন ভোর ৫টায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে চিলি। আর একই সময়ে জাপানের মুখোমুখি হবে ইকুয়েডর।