আফগানিস্তানকে নিয়ে সতর্ক বাংলাদেশ

Looks like you've blocked notifications!

চলামন বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। আফগান বোলাররা এই ম্যাচে চমকে দিয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের। তাদের আটকে দিয়েছে ২২৪ রানে। বাংলাদেশ নিজেদের পরের ম্যাচে এই আফগানিস্তানের বিপক্ষে লড়বে।

আগামী ২৪ জুন সাউথাম্পটনে বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে। দারুণ উজ্জীবিত বাংলাদেশ এই ম্যাচটিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না। দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সাফল্য পেতে হলে প্রতিটি ম্যাচেই খেলোয়াড়দের শতভাগ দিয়ে খেলতে হবে। তা ছাড়া সব দলের বিপক্ষেই সতর্কভাবে খেলতে হবে, কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’

রশিদ খান ও মোহাম্মদ নবীর বিপক্ষে খেলতে হলে আলাদা কোনো প্রস্তুতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, ‘প্রতিপক্ষ যে দলই থাকুক না কেন, সবার বিপক্ষেই খেলতে হবে। আমাদের প্রস্তুতিটা যথেষ্টই ভালো।’

দলের দুইজন খেলোয়াড়ের চোট নিয়ে নান্নু বলেন, ‘আপাতত দুজনের চোট সমস্যা আছে। তারা সেরে উঠছে। একটা লম্বা সফর,  এমন সফরে চোটে আক্রান্ত হতেই পারে খেলোয়াড়রা। আশা করছি,  তারা খুব দ্রুত সেরে উঠবে।’

সাইফউদ্দিনের চোট নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘ওর চোট খুব একটা বড় নয়। আগে থেকেই ওর পিঠে ব্যথা ছিল। আমার মনে হয়, পরের ম্যাচের আগেই সে ফিট হয়ে উঠবে।’

বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচে পাঁচ পয়েন্ট ঝুলিতে পুরেছে বাংলাদেশ। তারা আছে ষষ্ঠ স্থানে। শেষ চারে খেলতে হলে বাকি তিন ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।