স্বামী বাঘ হলেও নাকি বউয়ের সামনে বিড়াল, কথা কি সত্য?

Looks like you've blocked notifications!

আজ ক্রিকেটের তীর্থ লর্ডসে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। নির্ধারিত ৫০ ওভার শেষে পাকিস্তান সাত উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩০৮ রান।

অনেকেই মশকরা করে বলেন, স্বামী বাঘ হলেও নাকি বউয়ের সামনে বিড়াল। কেউ কেউ হয়তো আবার এর বিরোধিতাও করতে পারেন। তবে কথাটি সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করার দায়িত্ব সব বিবাহিত পুরুষের হাতেই থাক।

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান ম্যাচ চলাকালে খেলার বাইরেও আজ দারুণ এক ঘটনার সাক্ষী থাকল লর্ডস। খেলা পাগল দুই পাকিস্তানের সমর্থক নিজেদের দলকে সমর্থন দিতে বউকে না জানিয়ে চলে এলেন মাঠে। আর সাথে এনেছেন দুটি মজার প্ল্যাকার্ড।

যার একটিতে লেখা, ‘আমাদের ক্যামেরায় দেখবেন না।‘ এবং অপরটিতে লেখা, ‘কারণ আমাদের বউরা ভাবছে আমরা এখন অফিসে আছি।’

পাশাপাশি দাঁড়িয়ে পাকিস্তানকে সমর্থন দিচ্ছিলেন তাঁরা দুজন। কিন্তু মানা করা সত্ত্বেও ক্যামেরাম্যান ঠিকই তুলেছেন তাঁদের ছবি।

আর সেই ছবি নিজেদের বিশ্বকাপ ফেসবুক পেজে ‘সরি, নট সরি’ ক্যাপশন দিয়ে আপলোড করে দিয়েছে আইসিসি। এতেই বিশ্বব্যাপী সেই দুই পাকিস্তানি ক্রিকেটপ্রেমী।