টেন্ডুলকার নিজের জন্য খেলতেন! বললেন ভারতীয়রাই

Looks like you've blocked notifications!

আফগানিস্তানের বিপক্ষে ভারতের ব্যাটিংয়ের সমালোচনা করেন শচীন টেন্ডুলকার। বিশেষ করে এম এস ধোনির ব্যাটিং মোটেই পছন্দ হয়নি তাঁর। এটা তিনি একটি বেসরকারি টিভিতে বলেছেন। এর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে টেন্ডুলকারের সমালোচনা করছে ভারতীয়দেরই একটি অংশ। ওই অংশটি ধোনির ভক্ত! তাদের দাবি, টেন্ডুলকার নিজের জন্য খেলতেন, ধোনি দেশের জন্য খেলেন!

আফগানিস্তানের বিপক্ষে ২২৪ রানেই গুটিয়ে যায় ভারত। ম্যাচ জিতলেও ভারতীয় ব্যাটসম্যানদের এমন পারফরম্যান্স ভালো চোখে দেখেননি অনেকে। তাঁদের মধ্যে আছেন খোদ শচীন টেন্ডুলকার। এম এস ধোনি আর কেদার যাদবের কড়া সমালোচনা করে টেন্ডুলকার বলেন, ‘তারা ধীরগতিতে ব্যাট করেছে। ইতিবাচক ছিল না ওই দুজন।’

বিষয়টি ভালো ভাবে দেখেননি ভারতের সাবেক অধিনায়ক এম এস ধোনির ভক্তরা। উল্টো টেন্ডুলকারের সমালোচনা করছেন ওই সব ভক্ত। ধোনির ভক্তদের দাবি, ৯০ করার পর ১০০ রানের আগে শচীনই ধীরগতির হয়ে যেতেন, খেলতেন দুই ডজন বল!

গত ২২ জুন আফগানিস্তানের সঙ্গে আগে ব্যাট করে ভারত। মাত্র ২২৪ রানেই শেষ হয়ে যায় রোহিত-কোহলিদের ইনিংস।

ভারতের ওই ব্যাটিং নিয়ে একটি টিভি চ্যানেলে কথা বলেন শচীন টেন্ডুলকার। তিনি বলেন, ‘শট সিলেকশন খুব ভালো ছিল না। আউটগুলো দেখে আমি হতাশ হয়েছি। ধোনি ও কেদারের পার্টনারশিপটা মোটেও ভালো লাগেনি আমার। খুবই স্লো ছিল। ৩৪ ওভার স্পিন মোকাবিলা করেছে ভারত, অথচ করেছে ১১৯ রান। আমাদের কমফোর্টেবল মনে হয়নি। পজিটিভ ইচ্ছেটাই ছিল না। উইকেটের জন্য? না মনে হয়। উইকেটটা এত কঠিন ছিল না। ম্যাচটা নিয়ন্ত্রণে নেওয়ার চেয়ে, ওদের চার্জ করার চেয়ে উইকেট হারানোর ভয়টাই পেয়ে বসেছিল।’

ওই ম্যাচটা জয় পায় ভারত। তবে খুব কষ্টে। জয় পেতে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ভারতকে।

কিন্তু শচীনকে ছেড়ে দেননি এম এস ধোনির ভক্তরা। যাদের সবাই ভারতীয়। এ ভাদ্রালোক নামের একজন টুইটারে লিখেছেন, শচীন ৯১ থেকে ১০০ রান পর্যন্ত যেতে দুই ডজন বল খেলত!

সাই রাম মূর্তি নামের একজন টুইটে লিখেছেন, ‘টেন্ডুলকার নিজেকে কী মনে করেন? ধোনি না থাকলে আপনি দলে থাকতেন না। তাঁর টিপস আপনাকে গ্রেট ব্যাটসম্যানে পরিণত করেছে।’

সন্দ্বীপ নামের একজন লিখেন, ‘টেন্ডুলকার ব্যক্তিগত গৌরবের জন্য খেলতেন। ধোনি দলের গৌরবের জন্য খেলেন। ভারতরত্ন শচীনের চেয়ে ধোনিকে বেশি মানায়।’

‘নিচে সে টপার’ নামের একজন টুইটারে দুটি গ্যালারির ছবি দিয়েছেন। একটি গ্যালারিতে প্রচুর মানুষ। অন্যটিতে কেবল একজন মানুষ। পূর্ণ গ্যালারির ছবিতে ক্যাপশন দেওয়া ‘এম এস ধোনি : দি আনটোল্ড স্টোরি’। দ্বিতীয় ছবিতে ক্যাপশন ‘অডিয়েন্স ওয়াচিং শচীন : আ বিলিয়ন ড্রিমস’। তা দেখছেন মাত্র একজন।

নিম নামের একজন টুইট করেন, ‘ধোনি আপনাকে বিশ্বকাপ জিতিয়েছে। যা আপনি পুরো ক্যারিয়ারে করতে পারেননি। শচীন বিগ হিটার ছিল। কিন্তু ৯০-এর ঘরে গিয়ে স্ট্রাগল করতে হতো।’

প্রাইম ৮৬ নামের একটি টুইট অ্যাকাউন্ট থেকে বলা হয়, ‘এম এস ধোনি ক্রিকেটের রাজা। শচীন নিজের জন্য খেলতেন। এখন নিজের ব্যর্থ ছেলেকে ভারতীয় দলে ঢোকানোর চেষ্টা করছেন।’