টাইব্রেকার ভাগ্যে কোপার সেমিফাইনালে ব্রাজিল

২০১১ ও ২০১৫ সালের কোপা আমেরিয়ায় প্যারাগুয়ের কাছে হেরেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। তবে এবার আর ভুল করেনি তারা। সেই প্যারাগুয়েকেই টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে প্রতিশোধ নিল ব্রাজিল। সেইসঙ্গে নিশ্চিত করল নিজেদের সেমিফাইনাল। আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় পোর্তো আলেগ্রেতে ব্রাজিল বনাম প্যারাগুয়ের ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের অধিকাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখে ব্রাজিল। প্যারাগুয়ের রক্ষণভাগে অনেকবার আক্রমণ চালিয়েও নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি কোচ তিতের দল; বরং বেশ কিছু সুযোগ হাতছাড়া করে তারা। অন্যদিকে ব্রাজিলের রক্ষণভাগকে খুব একটা বিচলিত করতে পারেনি প্যারাগুয়ে; বরং নিজেদের রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত থাকতে হয় তাদের।
প্রথমার্ধের শুরুতেই ব্রাজিলকে বেশ আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায়। চার মিনিটে রবার্তো ফিরমিনোর একটি শট আটকে দেন প্যারাগুয়ের গোলরক্ষক রবার্তো ফার্নান্দেজ।
এরই মধ্যে বেশ কয়েকবার প্যারাগুয়ের রক্ষণভাগকে ব্যস্ত রাখে ব্রাজিল। তবে এরপরই পাল্টা আক্রমণে যায় প্যারাগুয়ে। ২৯ মিনিটে দেরলিস গঞ্জালেসের পেনাল্টি বক্সের ভেতর থেকে নেওয়া জোরালো একটি শট দারুণ দক্ষতায় প্রতিহত করেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন।
এরপর দুদলই তেমন কোনো সুযোগের দেখা পায়নি। যদিও বাকি সময়টা ব্রাজিলকেই দেখা যায় আক্রমণাত্মক ভূমিকায়। এর মধ্যেই ৪০ মিনিটে কুতিনহোর নেওয়া জোরালো একটি শট ঠেকিয়ে জাল অক্ষত রাখেন প্যারাগুয়ের গোলরক্ষক।
শেষ পর্যন্ত গোলের দেখা না পেয়েই বিরতিতে যায় ব্রাজিল ও প্যারাগুয়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই হোঁচট খেতে হয় প্যারাগুয়েকে। ৫৪ মিনিটে ব্রাজিলের ফরোয়ার্ড ফিরমিনো প্যারাগুয়ে শিবিরে হামলে পড়লে তাঁকে পেছন থেকে ফাউল করেন ফাবিয়ান আলবুয়েনা। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে এরপরই ভিএআর প্রযুক্তি সহায়তায় সিদ্ধান্ত পাল্টে ফ্রিকিকের বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে বেঁচে ফিরলেও হোঁচট থেকে রক্ষা হয়নি প্যারাগুয়ের। ফাউল করায় লাল কার্ড দেখতে হয় আলবুয়েনাকে। ফলে ১০ জনের দল নিয়েই ব্রাজিলের আক্রমণ ঠেকাতে হয় প্যারাগুয়েকে।
এদিকে পেনাল্টির বদলে পাওয়া ফ্রিকিকে ভালো একটি সুযোগ তৈরি হলেও তা হাতছাড়া হয় ব্রাজিলের। দানি আলভেজের নেওয়া শটটি দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক।
৭০ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে প্যারাগুয়ের গোলপোস্ট বরাবর জোরালো শট নিলে আবারও প্যারাগুয়ের ত্রাণকর্তা হিসেবে হাজির হন ফার্নান্দেজ। দারুণ দক্ষতায় বল ঠেকিয়ে গোল থেকে বাঁচান দলকে।
৭৪ মিনিটে আবার বড় একটি সুযোগ পায় ব্রাজিল। তবে পেনাল্টি বক্সের ভেতর থেকে গ্যাব্রিয়েল জেসুসের নেওয়া লক্ষ্যভ্রষ্ট শটে হাফ ছেড়ে বাঁচে প্যারাগুয়ে।
৯০ মিনিট ডি-বক্সের বাইরে থেকে উইলিয়ানের নেওয়া জোরালো শট বারে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত দুই দলই গোল না পেয়ে শেষ হয় নির্ধারিত সময়। অতিরিক্ত ৩০ মিনিট খেলার বিধান না থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টির শুরুতেই হোঁচট খায় প্যারাগুয়ে। প্রথম শটই মিস করেন ডিফেন্ডার গুস্তাভো গোমেস। তবে পরের তিনটি শট জালে জড়াতে ভুল করেননি মিগেল আলমিরোন, ব্রুনো ভালদেস ও মাতিয়াস রোহাস।
এদিকে ব্রাজিলের প্রথম তিনটি শটই জালে জড়ান উইলিয়ান, মার্কিনিয়োস ও কুতিনহো। কিন্তু চতুর্থ শটে রবার্তো ফিরমিনো গোল করতে ব্যর্থ হলে ফলাফল দাঁড়ায় ৩-৩ গোলে।
এরপর শেষ সুযোগও হাতছাড়া হয় প্যারাগুয়ের। শেষ শট নিতে আসা গঞ্জালেস গোলপোস্টের বাইরে শট নিলে আবারও হোঁচট খায় প্যারাগুয়ে।
এরপর ব্রাজিলের শেষ শটটি প্যারাগুয়ের জালে জড়িয়ে দলের জয় নিশ্চিত করেন গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিল উঠে যায় সেমিফাইনালে।
আগামী ৩ জুলাই সকালে প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচের জয়ী দলের বিপক্ষে লড়বে ব্রাজিল। আগামীকাল শনিবার রাত ১টায় আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।