টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে সেমিতে পেরু
কোপা আমেরিকার ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল পেরু। টাইব্রেকারে উরুগুয়ের তারকা ফুটবলার সুয়ারেজের একটি শট পেরুর গোলরক্ষক ঠেকিয়ে দিলেই গোলের ব্যবধান তৈরি হয়। ব্রাজিলের ফন্তে নোভা অ্যারেনায় গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে অনুষ্ঠিত হয় ম্যাচটি।
ম্যাচের শুরুতে উরুগুয়ে মাঠের নিয়ন্ত্রণ নেয়। তবে অনেক চেষ্টার পরও দুর্ভাগ্য পিছু ছাড়েনি তাদের। অফসাইডের কারণে তিনটি গোলের সুযোগ হাতছাড়া হয়ে যায় তাদের।
২৯ মিনিটে জিয়োর্জিয়ান দি অ্যারাসকায়েতা, ৫৯ মিনিটে অ্যাডিনসন কাভানি ও ৭৩ মিনিটে সুয়ারেজ পেরুর জালে বল জড়িয়েছিলেন। কিন্তু রেফারি জানিয়ে দেন, সেগুলো অফসাইড ছিল।
এদিকে প্রথমার্ধের ১৫ মিনিটে সুযোগ পান সুয়ারেজ। ফেদেরিকোর ভালভার্দের কাছ থেকে পাওয়া বল হেড করেছিলেন তিনি। কিন্তু গোলপোস্টের ওপর দিয়ে চলে যায় বল। এরপর ২৪ মিনিটে সুয়ারেজের একটি শট পেরুর গোলরক্ষক ঠেকিয়ে দিলে ফিরতি বলে শট নিয়েও তা জালে জড়াতে পারেননি কাভানি। ৪১ মিনিটে দ্বিতীয়বার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সুয়ারেজ।
এদিকে খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি পেরু। যে কয়টি সুযোগ পেয়েছিল, তাও কাজে লাগাতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আক্রমণাত্মক খেলে উরুগুয়ে। কিন্তু পেরুর রক্ষণভাগের দক্ষতায় গোলের দেখা পায়নি তারা।
শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এ পর্যায়ে এসে তেমন কোনো ভুল করেননি কেউ, সবাই গোল পেয়েছেন। তবে সুয়ারেজের একটি শটই কাল হয়ে দাঁড়াল উরুগুয়ের। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় উরুগুয়েকে।
এই জয়ে ২০১৫ আসরের পর কোপা আমেরিকায় আবারও সেমিফাইনালে উঠল পেরু। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন চিলি।