‘নতুন বল নিয়ে যত ভাবনা বাংলাদেশের’

Looks like you've blocked notifications!

সেমিফাইনালের যুদ্ধে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। এই ম্যাচে সাফল্য পেতে হলে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ভালো করতে হবে। এই ম্যাচে নতুন বলে ভালো করা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন দলের পেস বোলিং কোর্টনি ওয়ালশ।

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সাংবাদিকদের ওয়ালশ বলেন, ‘আমাদের শুরুতেই ভালো বল করতে হবে। নতুন বলটা ব্যবহার করা খুব জরুরি।’

ম্যাচের পিচ নিয়ে পেস বোলিং কোচ বলেন, ‘দেখি, বার্মিংহ্যামের আবহাওয়া কেমন থাকে। যদি মনে হয় বল ঘুরবে, শুরুতে উইকেট তোলার জন্য স্পিনার আনতে পারি। কিন্তু যদি বল সুইং করে, তাহলে পেসাররা বল করবে। মাঠে গিয়েই সব সিদ্ধান্ত নেওয়া হবে।’

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সম্পর্কে ওয়ালশ বলেন, ‘আমি জানি সে বেশি উইকেট পায়নি, কিন্তু এটিই তো শেষ কথা নয়। তা ছাড়া তার উইকেট পাওয়া নিয়ে আমি চিন্তিত নই। লাইন-লেস্থ ঠিক রাখলে, ব্যাটসম্যানদের মারার সুযোগ না দিলেই আমি সন্তুষ্ট।’

বোলিং উদ্বোধন কে করবেন, এ সম্পর্কে সাবেক এই ক্যারিবীয় পেসার বলেন, ‘নতুন বলে বল করার জন্য সবাই প্রস্তুত। দলে তিনজন পেসার খেলছে। এঁদের মধ্যে যে কেউ বল ওপেন করবে।’

সাত ম্যাচে সমান তিন জয়-পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন ষষ্ঠ অবস্থানে। আগামীকাল নিজেদের অষ্টম ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে টাইগাররা। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে হলে ভারতের বিপক্ষে ম্যাচটি জিততেই হবে বাংলাদেশকে। ভারতকে ঠেকাতে পারলে পাকিস্তানের সমান ৯ পয়েন্ট হবে বাংলাদেশের।

এরপর তাকিয়ে থাকতে হবে পাকিস্তান ম্যাচের দিকে। কারণ ভারতকে হারালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে অলিখিত কোয়ার্টার ফাইনাল। শুক্রবার সেই ম্যাচে পাকিস্তান-বাংলাদেশের মধ্যে যে জিতবে, সেই চলে যেতে পারে শেষ চারে।

কিন্তু এর মধ্যেও রয়েছে আরো হিসাব। পাকিস্তানকে হারালেও বাংলাদেশের সেমিফাইনাল খেলা অনেকটাই নির্ভর করবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচের ফলের ওপর। ৩ জুলাইয়ের সেই ম্যাচ ইংল্যান্ড জিতে গেলে সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যেতে পারে বাংলাদেশের।