‘সেমির আশা ভুলে যাওয়া উচিত পাকিস্তানের’

Looks like you've blocked notifications!

চলমান বিশ্বকাপে পাকিস্তানের শেষ চারে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। সেমিতে খেলতে হলে বাংলাদেশের বিপক্ষে অন্তত ৩১৬ রানে জিততে হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। এই লক্ষ্য টপকানো পাকিস্তানের পক্ষে অসম্ভবই বলা যায়। তাই সেমির আশা ভুলে বাংলাদেশের বিপক্ষে ভালো খেলার পরামর্শ দিয়েছেন সাবেক তারকা পেসার শোয়েব আখতার।

স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত এরই মধ্যে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে পরাজিত হওয়ার পরও নিউজিল্যান্ডের সেমিতে খেলার সম্ভাবনা বেশি।

আগামীকাল শুক্রবার লিগ পর্বে শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সেমিফাইনালে যেতে হলে এ ম্যাচে বাংলাদেশকে যে ব্যবধানে হারাতে হবে, সেটা সরফরাজদের জন্য অসম্ভবই।

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেন, ‘চলতি বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেট খেলার মান নিয়ে আমি সন্তুষ্ট নই। অবশ্য এখন ক্রিকেটেরই মান অনেক নিচে নেমে গেছে। খুব সহজেই রান করা যাচ্ছে। আগে পেস বা স্পিন বোলারদের যে মান ছিল এখনকার বোলারদের সেই মান নেই। এখন তিনটি পাওয়ার প্লে এবং দুটি নতুন বলের ব্যবহার হচ্ছে, যা রান করতে সহজ করে দিয়েছে।’

নিউজিল্যান্ডকে ১১৯ রানে হারিয়ে ইংল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত ম্যাচ প্রসঙ্গে সাবেক পাকিস্তানি তারকা আরো বলেন, ‘আমার মনে হয় নিউজিল্যান্ড সে ম্যাচে ‘অ্যামেচার’ ক্রিকেট খেলেছে। নিউজিল্যান্ডের খেলা দেখে আমি হতাশ হয়েছি। তারা অসহায় আত্মসমর্পণ করেছে।’

আর পাকিস্তানের ব্যর্থতা নিয়ে শোয়েব আখতার বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি আমাদের খুব ভুগিয়েছে। এরপর শ্রীলঙ্কার ম্যাচটি হয়েছে পরিত্যক্ত। এর পর অস্ট্রেলিয়ার কাছে হেরেছে, যেটি তাদের জেতা উচিৎ ছিল। এই তিনটি ম্যাচ পাকিস্তানের জন্য কঠিন করে দিয়েছে। তারা নিজেরাই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।’

তাই সেমির ভাবনা বাদ দিয়ে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে ভালো খেলার পরামর্শ দেন শোয়েব, ‘এখনো সব কিছু শেষ হয়ে যায়নি। আমাদের গৌরবের জন্য বাংলাদেশের বিপক্ষে ভালো খেলতে হবে।’