সাকিবের জন্য মাশরাফির দুঃখ

Looks like you've blocked notifications!

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। তবে এই হারের দিনেও উজ্জ্বল ছিল সাকিব আল হাসনের ব্যাট। ৬৪ রানের চমৎকার একটি ইনিংস খেলেন তিনি। ২০০৩ বিশ্বকাপে শচীন টেন্ডুলকার ছাড়া এতবার পঞ্চাশ পেরোতে পারেনি। সাত ইনিংসে পঞ্চাশ বা তার চয়ে বেশি রান করেছেন তিনি।

৮৬ গড়ে সাকিবের মোট রান ৬০৬। যে কোনো বিশ্বকাপে তাঁর চেয়ে বেশি রান করেছেন শুধু শচীন আর ম্যাথ্যু হেইডন। কিন্তু শচীন বা হেইডন কেউই সাকিবের মত ১১টা উইকেট নেননি। তাই বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, বাংলাদেশ সেমিফাইনালে না উঠতে পারলেও সাকিবের পারফরম্যান্স ইতিহাসের অন্যতম সেরা?

এ ব্যাপারে মাশরাফি বলেন, ‘সাকিব যা খেলল, ভাবা যায় না। তিনে ব্যাট করে ও নিজেকে উজাড় করে দিয়েছে। দলের জন্য খারাপ তো লাগছেই, ওর জন্য বাড়তি কষ্ট হচ্ছে। ও যা খেলল, আর কয়েকজন সেরকম খেললে এই বিশ্বকাপে আমরা কোথায় পৌঁছতাম ভাবতে পারছেন।’

সাকিবের পারফরম্যান্স সর্বকালের অন্যতম সেরা বলেছেন বাংলাদেশ অধিনায়ক, ‘বিশ্বকাপের ইতিহাসে সাকিবের পারফরম্যান্স সর্বকালের অন্যতম সেরা। ও খুব ভালোভাবে জানতো কতটা দায়িত্ব নিতে হবে— আর সেটা করে দেখিয়েছে। আশাকরি পরের বার দলের বাকিরা ওর সঙ্গে পাল্লা দিয়ে খেলতে পারবে।’

এবার ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে হারালেও নিউজিল্যান্ড ও ভারতের কাছে অল্প ব্যবধানে হারের ধাক্কা সামলে উঠতে পারেনি বাংলাদেশ। এ ব্যাপারে মাশরাফি বলেন, ‘মানছি, আমাদের আরো অনেক ভালো ক্রিকেট খেলতে হতো। কিন্তু ভাগ্য আরেকটু সহায় হলে মন্দ হত না। ইনিংসের শুরুতে, প্রথম ১০-১৫-২০ ওভারে, উইকেট তোলার কথা সব দলের। আর এই শুরুতেই খুব একটা ভালো বল করিনি আমরা। আমি নিজেই যা বল করেছি তাতে অন্যদের দোষ দেওয়ার মানে হয় না। কয়েকটা ম্যাচে ফিল্ডিংও বেশ খারাপ হয়েছে।’