বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ

Looks like you've blocked notifications!

আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড যে নিরাপত্তা পরিকল্পনা দিয়েছে তাতে সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত এপ্রিলে দেশটিতে সন্ত্রাসী হামলায় তিন শতাধিক মানুষ নিহতের পর সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

সিরিজের সব ম্যাচই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ জুলাই। ২৮ এবং ৩১ জুলাই বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট দল আগামী ২৩ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়বে।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরী  বলেন, ‘সম্প্রতি শ্রীলঙ্কা সফর করা আমাদের নিরাপত্তা বিশেষজ্ঞের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পরই আমরা শ্রীলঙ্কা সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নিরাপত্তা পরিকল্পনায় আমরা খুশি।’