বৃষ্টি তো শেষ, তবে ঝড়ের কবলে ভারত

Looks like you've blocked notifications!

বৃষ্টির কারণে গতকাল মঙ্গলবার ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম সেমিফাইনালের খেলা সবটা শেষ হয়নি। ৪৬.১ ওভারে থামে যায় খেলা। তখন পাঁচ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান ২১১।

আজ বুধবার রিজার্ভ ডের খেলা শুরু হয় ঠিক দুপুর সাড়ে ৩টায়। নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ আট ওউকেট হারিয়ে ২৩৯ রান।

২৪০ রান তাড়া করতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। আর তখনই মাঠে শুরু হয় ঝড়। তবে এই ঝড় প্রাকৃতিক নয়, বরং নিউজিল্যান্ডের পেস বোলারদের ঝড়।

দুরন্ত ফরমে থাকা ওপেন করতে নামা রোহিত শর্মা শুরুতেই আউট হয়ে যান মাত্র এক রান করে। বিরাট কোহলিও আজ জাত চেনাতে পারেননি। তিনিও আউট হয়ে যান মাত্র এক রান করে। এবং তৃতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুলও আউট হন এক রান করে।

ভারতের দুই ওপেনারকে হতাশ করেন পেসার ম্যাট হেনরি এবং ট্রেন্ট বোল্টের শিকার ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।