রিয়াল-বার্সার সহজ জয়
সমানে সমানে লড়াই চালাচ্ছে লা লিগার শিরোপাপ্রত্যাশী প্রধান দুই দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শনিবার ইউরোপের অন্যতম সেরা দুই দলই পেয়েছে সহজ হয়। রোনালদোর গোলে রিয়াল ৩-১ গোলে হারিয়েছে লাস পালমাসকে। বার্সেলোনাও গেটাফের বিপক্ষে পেয়েছে ২-০ গোলের অনায়াস জয়। গোল করেছেন বার্সার দুই তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ ও নেইমার।
শনিবারের এই জয়ের পর লা লিগার ১০ ম্যাচ শেষে রিয়াল-বার্সা—দুই দলেরই সংগ্রহ ২৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থানে আছে রিয়াল। তৃতীয় স্থানে থাকা সেল্তা ভিগোর ঘরে জমা হয়েছে ২১ পয়েন্ট। শনিবার তারা ৩-২ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে।
গেটাফের মাঠে খেলতে গিয়ে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি বার্সেলোনা। ম্যাচের অধিকাংশ সময়ই বলের দখল ছিল কাতালানদের দখলে। ২৭ মিনিটে সার্জি রবার্তোর পাস থেকে বল পেয়ে বার্সার পক্ষে প্রথম গোলটি করেছিলেন সুয়ারেজ। ৫৮ মিনিটে বার্সার দ্বিতীয় গোলটির কারিগরও রবার্তো। এবার তাঁর ক্রস থেকে বল পেয়ে গোল করেছিলেন নেইমার। এই গোল দিয়ে লা লিগায় এবারের মৌসুমের সর্বোচ্চ গোলদাতা তালিকার শীর্ষস্থান দখল করেছেন ব্রাজিলিয়ান তারকা। ১০ ম্যাচে তিনি করেছেন নয়টি গোল। আটটি করে গোল করেছেন সুয়ারেজ ও রোনালদো।
নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল দেখিয়েছে আরো দাপুটে পারফরম্যান্স। চার মিনিটের মাথায় দলের পক্ষে প্রথম গোলটি করেছিলেন ইসকো। ১৪ মিনিটে মার্সেলোর ক্রস থেকে হেড করে ব্যবধান দ্বিগুণ করে দেন রোনালদো। ৩৮ মিনিটে একটি গোল শোধ করতে পেরেছিল পালমাসের মিডফিল্ডার হার্নান। পাঁচ মিনিট পরেই অবশ্য ব্যবধান আবার বাড়িয়ে দেন জেসে। ৪৩ মিনিটে টনি ক্রুসের পাস থেকে বল পেয়ে গোল করেন রিয়ালের এই ফরোয়ার্ড।