বেড়েই চলেছে মরিনিয়োর চেলসির দুর্দশা
বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে, গত মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপাজয়ী দল চেলসি। প্রথম ১১ ম্যাচ শেষে মাত্র ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৫তম অবস্থানে আছে জোসে মরিনিয়োর শিষ্যরা। শনিবার নিজেদের মাঠে লিভারপুলের বিপক্ষে ৩-১ গোলে হারের পর দুর্দশা আরো বেড়েছে চেলসির।
লিভারপুলের বিপক্ষে শুরুটা অবশ্য ভালোভাবেই করেছিল চেলসি। চার মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন রামিরেস। প্রথমার্ধের প্রায় পুরোটা সময়ই এই এক গোলের ব্যবধানে এগিয়ে ছিল ‘ব্লু’রা। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে খেলায় সমতা ফেরান লিভারপুলের ফরোয়ার্ড ফেলিপে কর্টিনহো। দ্বিতীয়ার্ধে আরো একটি গোল করে লিভারপুলকে চালকের আসনে বসিয়ে দেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ৭৪ মিনিটের মাথায় তাঁর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। ৮৩ মিনিটে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করে ফেলেন লিভারপুলের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান বেনটেকে।
প্রিমিয়ার লিগের অপর ম্যাচে জয় পেয়েছে শিরোপার প্রধান দুই দাবিদার ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। ম্যানসিটি ২-১ গোলে হারিয়েছে নরউইচ সিটিকে। আর্সেনাল ৩-০ গোলের জয় পেয়েছে সোয়ানসি সিটির বিপক্ষে। প্রিমিয়ার লিগের ১১ ম্যাচ শেষে ম্যানসিটি ও আর্সেনালের সংগ্রহ দাঁড়িয়েছে ২৫ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে ম্যানসিটি। ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলশূন্য ড্র করে হোঁচট খেয়েছে ম্যানইউ।