দুই আফগান কিশোর উড়িয়ে দিল ইমরুল-সাব্বিরদের

আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ২০১ রান করে বাংলাদেশ ‘এ’। তাতেই চলে যায় ৮ উইকেট। টার্গেটে সহজেই পৌঁছেছে আফগানরা। ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানই খেলা শেষ করে দেয়। কোনো উইকেটই ফেলতে পারেনি বাংলাদেশ।
চট্টগ্রামে বাংলাদেশ ‘এ’ দলকে ১০ উইকেটে হারিয়েছে আফগানিস্তান ‘এ’। গুরবাজ করেছে ১০৫ ও জাদরান করেছে ৮৬ রান। দুজনের প্রোফাইলে গিয়ে দেখা গেল উভয়ের জন্মই ২০০১ সালে। ওই দুই কিশোরের কাছেই উড়ে গেলেন ইমরুল কায়েস-সাব্বির-রুবেলরা।
রীতিমতো অভিজ্ঞ ক্রিকেটার দিয়ে সাজানো হয়েছে বাংলাদেশ ‘এ’। ইমরুল কায়েস, এনামুল হক, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমানদের নিয়ে সাজানো টপঅর্ডারকে কী বলা যায়? বোলিংয়ে ছিলেন রুবেল হোসেন। অথচ সবাই ছিলেন নিষ্প্রভ।
ইমরুল করেছেন ২৮, বিজয় করেছেন ১৯। বিশ্বকাপ খেলে আসা মিঠুন করেছেন ৩ ও সাব্বির করেছেন ১৫ রান। সর্বোচ্চ রান করেছেন আফিফ হোসেন। তিনি ৭১ বলে ৫৯ রানের একটি ইনিংস খেলেন।
জবাব দিতে নেমে গুরবাজ আর জাদরানরা খেলেছে দারুণ। কোনো সুযোগই দেয়নি রুবেল, রাহি, নাজমুলদের। ৩৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন দুই ওপেনার।