চ্যালেঞ্জ মিশনে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ দল
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা চেড়ে গেছে বাংলোদেশ। আজ শনিবার পৌনে ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিবানবন্দর ত্যাগ করেন তামিম-মুশফিকরা।
চোটের কারণে এই সফেরে দলের সঙ্গে যেতে পারছেন না নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাই এই সিরিজে দলের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। পিঠের চোটের কারণে দলের সঙ্গে যেতে পারেননি অলরাউন্ডার সাইফউদ্দিন। তাঁর বদলে সুযোগ পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। আর মাশরাফির পরিবর্তে দলে সুযোগ পান অলরাউন্ডার ফরহাদ রেজা।
শ্রীলঙ্কায় আসন্ন এই সিরিজ কঠিন হবে বলে মনে করেন নতুন অধিনায়ক তামিম ইকবাল। ঢাকা ছাড়ার আগে তিনি বলেন, ‘এই সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই মাটিতে খেলতে হবে আমাদের। চোটে পড়ায় আমাদের গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটার এই সিরিজে যাচ্ছেন না। তাই এই দলের প্রমাণ করার অনেক কিছু আছে।’
এদিকে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন বিশ্বকাপে দারুণ খেলা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওপেনার লিটন দাস। দলের গুরুত্বপূর্ণ চার ক্রিকেটারকে ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা আসলেও কঠির হতে পারে বাংলাদেশের জন্য।
বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, এনামুল হক, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ।