বিশ্বচ্যাম্পিয়নদের একি লজ্জা!

Looks like you've blocked notifications!

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আমেজ এখনো কাটেনি। অথচ এরই মধ্যে চরম লজ্জায় ডুবল ইংল্যান্ড ক্রিকেট দল। ওয়ানডে ছেড়ে সাদা পোশাকে ফিরতেই মাত্র ৮৫ রানে অলআউট বিশ্বকাপ জয়ীরা। তাও আবার টেস্ট ক্রিকেটের নবীন দল আয়ারল্যান্ডের বিপক্ষে।

লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আইরিশদের বিপক্ষে চার দিনের টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে চরম ব্যর্থ ইংল্যান্ড। দুর্দান্ত বিশ্বকাপ শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হলো জেসন রয়ের। কিন্তু নিজের অভিষেক দিন রাঙাতে পারলেন না রয়। মাত্র পাঁচ রানে ফেরেন তিনি। রয় ছাড়াও একাদশে ছিলেন চারজন বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড়। তারাও পারেননি দলকে টেনে নিতে। রানের খাতা খুলতেই পারেননি তিন ব্যাটসম্যান।

আইরিশ বোলার টিম মার্টাগের দারুণ বোলিংয়ে মাত্র তিন ইংলিশ ব্যাটসম্যান যেতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। বাকি সবাই ব্যর্থ। তাতে টেস্টের প্রথম দিনে আগে ব্যাট করতে নেমে ২৩.৪ ওভারে ৮৫ রানেই অলআউট হয় ইংলিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন জো ডেনলি। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আসে স্টোনের ব্যাট থেকে।

আইরিশ এই পেসার ৯ ওভারে মাত্র ১৩ রান দিয়ে পেয়েছেন পাঁচ উইকেট। ৩২ রান দিয়ে তিন উইকেট পান পেসার মার্ক অ্যাড।