অস্ট্রেলিয়ার অ্যাশেজ দলে ব্যানক্রফট!

Looks like you've blocked notifications!

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজের জন্য আজ শুক্রবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে অসি দলে সুযোগ পেয়েছেন ক্যামেরন ব্যানক্রফটও।

গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারির কারণে এই তিন খেলোয়াড় নিষিদ্ধ হয়ে ছিলেন।

সাবেক অধিনায়ক স্মিথ ও সহ অধিনায়ক ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। আর ফিল্ডিং করার সময় শিরিষ কাগজ দিয়ে বল টেম্পারিং করা ব্যানক্রফটকে নিষিদ্ধ করা হয়েছিল নয় মাসের জন্য।

সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়া দলে স্মিথ ও ওয়ার্নার থাকবেন তা আগেই ধারনা করা হয়েছিল।

ইংলিশ কাউন্টি দল ডারহামের অধিনায়কত্ব করা ব্যানক্রফট সুযোগ পেয়েছেন নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে ৯৩ রান করার স্বীকৃতি হিসেবে।

অস্ট্রেলিয়ান দল নির্বাচক ট্রেভর হন্স এক বিবৃতিতে বলেন,‘ সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট টেস্ট দলে জায়গা করে পেয়েছেন।’

তিনি আরো বলেন, ‘অবশ্য ডেভিড ও স্মিথ উভয়েই টেস্ট ক্রিকেটের পরীক্ষিত খেলোয়াড়। আর ব্যানক্রফট চলতি মৌসুমে ডারহামের হয়ে ভালো পারফরমেন্স দেখিয়েছেন।’

২০০১ সালের পর প্রথমবার মত ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জয়ের জন্য মুখিয়ে আছে অস্ট্রেলিয়া। আগামী ১ আগস্ট এজবাস্টন টেস্ট দিয়ে শুরু হবে পাঁচ ম্যাচের এ সিরিজ।

দল: টিম পাইন(অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রফট, প্যাট কামিন্স, মার্কাস হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, মাইকেল নেসার, জেমস প্যাটিনসন, পিটার সিডল, স্টিভ স্মিথ,মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার।

সূচি:

আগস্ট ১-৫: প্রথম টেস্ট, এজবাস্টন

আগস্ট ১৪-১৮: দ্বিতীয় টেস্ট, লর্ডস

আগস্ট ২২-২৬: তৃতীয় টেস্ট, হেডিংলি

সেপ্টেম্বর ৪-৮: চতুর্থ টেস্ট, ওল্ড ট্রাফোর্ড

সেপ্টেম্বর ১২-১৬: ৫ম টেস্ট, ওভাল