আমি জানি তুমি কতটা প্রেরণাদায়ক, মালিঙ্গাকে কাটার মাস্টার

Looks like you've blocked notifications!

ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন শ্রীলঙ্কান ডানহাতি পেসার লাসিথ মালিঙ্গা। তাঁর  বিদায়টা রাজসিকভাবেই হয়েছে। বল হাতে দুর্দান্ত নৈপুণ্য তো দেখিয়েছেনই, তার ওপর শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডেতে ৯১ রানের বড় ব্যবধানে জেতে। জয় নিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিলেন ইয়র্কার-মাস্টার। তাঁর বিদায়ে সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও মালিঙ্গার একসময়ের সতীর্থ কুমার সাঙ্গাকারা লিখেন, ‘পেস বোলারদের অন্যতম লিজেন্ড মালিঙ্গা। দলের কঠিন সময়ে জ্বলে উঠেছ তুমি। তোমার কারণে অনেক ম্যাচেই দল জিতেছে। প্রত্যেক ম্যাচেই ভালো পারফর্ম করার সর্বাত্মক চেষ্টা করেছ। নতুন জীবনের জন্য শুভকামনা রইল।’

শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন লিখেছেন, ‘যখন দলের ক্রান্তিকাল চলছিল, তোমার পারফরম্যান্স দলকে উজ্জীবিত রেখেছিল। দলকে সাফল্য এনে দিতে সব সময়ই মুখিয়ে ছিলে। দল ও ওয়ানডে ক্রিকেট তোমাকে অনেক বেশি মিস করবে। তোমার পরবর্তী পথচলা সুখকর হোক।’

বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দলে খেলেছেন মালিঙ্গা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ভারতের আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানস। মুম্বাই নিজেদের পেজে টুইট করে লিখেছে, ‘শ্রীলঙ্কার সেরা ডানহাতি পেস বোলার ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন। দুর্দান্ত এক ক্যারিয়ারের জন্য মালিঙ্গা তোমাকে ধন্যবাদ।’

মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক ওপেনার রোহিত শর্মা লিখেছেন, ‘আমাদের যদি মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলা সেরা ম্যাচ উইনার বাছাই করতে বলা হয়, তবে আমি নিশ্চিতভাবে প্রথমেই বেছে নেব মালিঙ্গাকে। ম্যাচে অনেক খারাপ সময়ে আমাকে স্বস্তি দিয়েছে সে। তার ওপর যেকোনো সময় ভরসা করা যেত। মালিঙ্গার জন্য শুভকামনা রইল।’

মুম্বাই ইন্ডিয়ানসে মালিঙ্গার সঙ্গে এক আসরে খেলার সুযোগ হয়েছিল বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। তখন মালিঙ্গার কাছ থেকে বোলিং অনেক টিপসও পেয়েছিলেন ফিজ। তাই মালিঙ্গার বিদায়ে টুইট করতে ভোলেননি মুস্তাফিজ, ‘তোমার সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার সুযোগ হয়েছে। এটি সৌভাগ্যের ব্যাপার। আমি জানি তুমি কতটা প্রেরণাদায়ক ও ভালো একজন মানুষ। নিঃসন্দেহে তুমি একজন মহান ক্রিকেটার। ক্যারিয়ারজুড়ে যেভাবে লড়াই করেছ, তা সবাইকে অনুপ্রেরণা জোগাবে। একদিনের ক্রিকেট তোমাকে মিস করবে। সব সময় মনের স্মৃতিতেই থাকবে। বিদায় কিংবদন্তি। ধন্যবাদ মালিঙ্গা।’

মালিঙ্গাকে শুভকামনা জানাতে ভুল করেননি ভারতের মাস্টার ব্লাস্টার ও মুম্বাই ইন্ডিয়ানসের সাবেক খেলোয়াড় শচীন টেন্ডুলকার। তিনি টুইট করেছেন, ‘দুর্দান্ত ওয়ানডে ক্যারিয়ারের জন্য তোমাকে ধন্যবাদ। ভবিষ্যতের জন্য তোমাকে জানাই শুভকামনা।’