প্রেমকাণ্ডে ক্ষমা চাইলেন পাকিস্তানি তারকা
একাধিক নারীর সঙ্গে প্রেমের অভিনয় করে সংবাদ শিরোনামে উঠে আসেন পাকিস্তানি ক্রিকেট তারকা ইমাম উল হক। কড়া সমালোচনার পর সেই বিতর্কের জন্য ক্ষমা চাইলেন তিনি। বিশ্বকাপের ইমাম উল হকের টুইটার কীর্তি ফাঁস হয়।
বিষয়টি নিয়ে পিসিবি কোনো মন্তব্য না করলেও পিসিবির এমডি ওয়াসিম খান জানান এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন ইমাম। এ ব্যাপারে তিনি বলেন, ‘ইমাম অনুতপ্ত, যা ঘটেছে তার জন্য ক্ষমা চেয়েছে। আমরাও তাকে বলে দিয়েছি বিষয়টি ব্যক্তিগত হলেও আমরা চাইব কোনো ক্রিকেটারের নৈতিকতা এবং শৃঙ্খলার বিষয়টি খুব সচেতনভাবে দেখা হয়ে থাকে।’
ইমাম উল হকের বিরুদ্ধে অভিযোগ তিনি একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সম্প্রতি মেয়েদের সঙ্গে তাঁর আলাপের কিছু স্ত্রিনশট প্রকাশ্যে এসেছে। যেখানে একটি মেয়ের সঙ্গে হোয়াটসঅ্যাপে ইমামের কথোপকথন দেখা যায়।
সেই কথোপকথনে মেয়েটি লেখেন, ‘আমাকে কেন বলেছিলে, ভালোবাসো? কেন বলেছিলে, তোমার কাছে যেতে? কারণ তুমি একজন জঘন্য মানুষ। যৌনতা ছাড়া কিছু বোঝ না।’
এ ছাড়া এক টুইটার থেকে ইমাম উল হককে ট্যাগ করে লেখা হয়েছে, ‘ইমাম সাত-আটজন মহিলাকে একই সঙ্গে ব্যবহার করেছেন। তাদের দিয়ে নিজের কার্যসিদ্ধি করিয়েছেন। ইমাম প্রতিবারই বলে গিয়েছে সে সিঙ্গেল।’
২০১৭ সালের অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইমাম উল হকের। পাক দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হকের ভাইপো হওয়ায় অভিষেক নিয়ে নানা কথা শুনতে হয় তাকে। যদিও অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বকে তাক লাগিয়ে দেন তিনি। এরপর থেকেই ধারবাহিক খেলে যাচ্ছেন পাকিস্তানের এ ওপেনার।