এবার কোহলির পছন্দ প্রাধান্য পাবে না!

Looks like you've blocked notifications!

ভারতীয় দলের নতুন কোচ কে হচ্ছেন আর কিছুদিনের মধ্যেই তা জানা যাবে। তবে কোচ বাছাইয়ে এবার আর যে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির পছন্দ প্রাধান্য পাবে না সেটা আগেই অনুমেয় ছিল। এবার নিয়োগ কমিটির সদস্য অংশুমান গায়কোয়াড় সাফ জানিয়ে দিয়েছেন, কোনোরকম পক্ষপাতিত্ব ছাড়াই ভারতীয় দলের প্রধান কোচকে বেছে নেওয়া হবে।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে অংশুমান গায়কোয়াড় জানিয়েছেন, কোচ বাছাইয়ে এবার আর কোহলির পছন্দ প্রাধান্য পাবে না!

এ ব্যাপারে গায়কোয়াড় বললেন, ‘কোহলি কী বলছে এসব ভাবতে চাই না। আগেও আমরা কারো মন্তব্য শুনিনি। অবশ্য কোহলিকে তাঁর পছন্দের কোচের কথা জানতে চাওয়া হয়েছিল, সে রবি শাস্ত্রীর নাম বলেছে। কিন্তু আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। আমরা ভেবে চিন্তে নিরপেক্ষ কোচ বেছে নেব।’

সাবেক এই ভারতীয় ক্রিকেটার আরো বলেন, ‘আমি এবং কপিল দুজনেই আগে কোচিং করিয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ম্যান ম্যানেজমেন্ট ও টেকনিক্যাল দক্ষতা।’

২০১৭ সালে ভারতীয় দলের হেড কোচ পদে নিযুক্ত হয়েছিলেন শাস্ত্রী। তাঁর কোচিংয়ে ভারত বড় কোনো সাফল্য পায়নি। অবশ্য অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে কোহলিরা।