দেশে ফিরেছে বাংলাদেশ দল

Looks like you've blocked notifications!

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টাইগারদের বহনকারী বিমান।

অবশ্য দুপুর ১২টায় দেশে ফেরার কথা ছিল তামিমদের। কিন্তু টাইগারদের বহনকারী শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ফ্লাইট ইউএল-১৮৯-এ যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। তাতে সফরকারীদের ফ্লাইট ছাড়তে প্রায় দুই ঘণ্টা দেরি হয়েছে।

গোলযোগ প্রসঙ্গে পাইলট বলেন, ‘বিমানের বাঁ উইংয়ে সমস্যা দেখা দিয়েছে। যে কারণে নির্ধারিত সময়ে উড়াল দেওয়া সম্ভব হয়নি।’

পাইলটের ঘোষণায় আতঙ্কিত না হলেও নির্ধারিত সময়ে বিমান না ছাড়ায় বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন ক্রিকেটাররা। পরে বাংলাদেশ দল আরেকটি ফ্লাইটে টাইগারদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।

বিশ্বকাপ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পাড়ি দেয় বাংলাদেশ। তবে বিশ্বকাপের ব্যর্থতা লঙ্কান সিরিজেও ধারাবাহিক ছিল।  শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ হেরেছে যথাক্রমে ৯১ রানে, সাত উইকেটে এবং গতকাল শেষ ম্যাচে ১২২ রানে।