অ্যাশেজ শেষ মার্ক উডের

দ্বাদশ বিশ্বকাপ ফাইনালের দিন সাইড স্ট্রেইন ও হাঁটুতে চোট পান ইংল্যান্ড ফাস্ট বোলার মার্ক উড। আশা ছিল, অ্যাশেজের চতুর্থ ম্যাচে চোট কাটিয়ে ফিরবেন তিনি। কিন্তু তা আর হচ্ছে না। ইনজুরির কারণে পুরো অ্যাশেজ থেকেই ছিটকে গেছেন এই ইংলিশ বোলার।
গতকাল শুক্রবার উডের ছিটকে যাওয়ার বিষয়টি জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ইসিবি জানায়, ‘ইনজুরির কারণে মার্ক উডকে চলতি মৌসুমের কোনো ক্রিকেটে আর পাওয়া যাবে না।’
বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে দারুণ খেলেছেন উড। জোফরা আর্চারের পর তিনিই ছিলেন ইংলিশদের সেরা বোলার। বল হাতে নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৮ উইকেট।
চলতি অ্যাশেজে বেশ ইনজুরি সমস্যায় ভুগছে ইংল্যান্ড। প্রথমবারের মতো ইংলিশদের টেস্ট দলে সুযোগ পান আর্চার। কিন্তু সাউড স্ট্রেইনের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেই নেই বিশ্বকাপ মাতানো এই পেসার। এ ছাড়া এজবাস্টন টেস্টের প্রথম দিন ইনজুরির মুখে পড়েন স্বাগতিক দলের তারকা বোলার জেমস অ্যান্ডারসন।
অবশ্য বোলিং বিভাগের দুর্বলতার পরও অ্যাশেজে দারুণ শুরু করেছে ইংল্যান্ড। বার্মিংহামে টেস্টের প্রথমদিন স্বাগতিক বোলারদের কাছে অসহায় ছিল অসি ব্যাটসম্যানরা। প্রথম দিনই ১০ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে থামিয়ে দেয় জো রুটের দল।