মুশফিকের সঙ্গে সাইফউদ্দিন-বিজয়কেও রাখল কুমিল্লা

Looks like you've blocked notifications!

শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের ডামাডোল। দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বসে নেই বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসও। এরই মধ্যে আইকন ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছে ভিক্টোরিয়ানসরা।

বিশ্বকাপের পরই মুশফিকের সঙ্গে চুক্তি সেরে নিয়েছে কুমিল্লা। এই চুক্তি নিয়ে এনটিভি অনলাইনকে দলটির চেয়ারপারসন নাফিসা কামাল বলেন, ‘মুশফিকের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে। বিশ্বকাপের পরই কজাটা সেরে নিয়েছি আমরা।’

আইকন মুশফিকের সঙ্গে মোহাম্মদ সাইফউদ্দিন ও এনামুল হক বিজয়কে রেখে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ানস।

নাফিসা কামাল আরো বলেন, ‘আমাদের রিটেইন ক্রিকেটারের মধ্যে তিনজনের সঙ্গে চুক্তি হয়েছে। আইকন মুশফিকের সঙ্গে মোহাম্মদ সাইফউদ্দিন ও এনামুল হক বিজয়কে রাখা হয়েছে।’

অবশ্য এখন পর্যন্ত তেমন কোনো বিদেশি তারকার সঙ্গে চুক্তি করেনি কুমিল্লা। ভিক্টোরিয়ানস মালিক জানিয়েছেন, শুধু বিদেশিদের মধ্যে আফগানিস্তানের মুজিবুর রহমানকেই চূড়ান্ত করেছেন তাঁরা। সবকিছু ঠিক থাকলে ঈদের পর দল গঠনে জোর দেবে চ্যাম্পিয়নরা।

এ ব্যাপারে তিনি বলেন, ‘দেশের বাইরে থাকার কারণে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চূড়ান্ত কিছু হয়নি। এখন পর্যন্ত শুধু আফগানিস্তানের মুজিবুর রহমানের সঙ্গেই আমাদের চুক্তি হয়েছে। আশা করি, ঈদের পর পরই সব চূড়ান্ত হবে। ঈদের পর যত দ্রুত সম্ভব আমরা দল গঠনের কাজ শুরু করব।’

গত আসরে ব্যাট হাতে সেঞ্চুরি করে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে চ্যাম্পিয়ন করেছিলেন তামিম ইকবাল। তবে কুমিল্লাকে শিরোপা জেতানো তামিম এবার যোগ দিয়েছেন খুলনা টাইটানসে। তামিম-মুশফিক ছাড়া এখন পর্যন্ত আইকনদের মধ্যে দল নিশ্চিত হয়েছে সাকিব আল হাসানের। টানা তিন আসর পর ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

উল্লেখ্য, জাঁকজমকপূর্ণ উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী ৩ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের সপ্তম আসরের। আর ব্যাটে-বলের লড়াই শুরু হবে ৬ ডিসেম্বর।