সুপার ওভারে হারল বাংলাদেশের মেয়েরা

Looks like you've blocked notifications!

সফরের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের কাছে হেরেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল (এ দল)। ম্যাচে সুপার ওভারে হেরেছে লাল-সবুজের দলের মেয়েরা।

ফলে তিন ম্যাচের আনঅফিশিয়াল টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ দল।

আজ রোববার ওভালে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৪৭ রান করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

নাদিনি ডি ক্লার্ক ৫৩ বলে তিনটি ছক্কা ও সাতটি চারের সাহায্যে ৮৩ রান করেন।

বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার, রিতু মনি ও ফাহিমা খাতুন একটি করে উইকেট পান।

জবাবে বাংলাদেশও নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪৭ রান করে। সানজিদা ইসলাম ৫৮ বলে একটি ছক্কা আটটি চারে অপরাজিত ৭৩ রান করেন।

শেষ ওভারে জয়ের জন্য ৯ রানের দরকার ছিল। তবে বাংলাদেশের মেয়েরা আট রান তুলতে পেরেছেন।

তাই সুপার ওভারে ম্যাচটি গড়ায়। সুপার ওভারে বাংলাদেশ ১০ রান সংগ্রহ করে। ১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তিন বলেই ১৪ রান করে দক্ষিণ আফ্রিকা।