ঈদের পরই মাঠে ফিরছেন মাশরাফি
আয়ারল্যান্ড সফর থেকেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিশ্বকাপে চোট নিয়ে খেলেছেন। চোটের কারণে পুরো বিশ্বকাপে বল হাতে ব্যর্থ তিনি। আট ম্যাচে ৩৭৬ রান দিয়ে পেয়েছেন কেবল একটি উইকেট। ছিলেন না সদ্য শেষ হওয়া লঙ্কান সফরেও। আপাতত মাঠের বাইরেই কাটছে তাঁর সময়।
সবকিছু ঠিক থাকলে ঈদুল আজহার পরই মাঠে ফেরার লড়াই শুরু করবেন টাইগার অধিনায়ক। রোববার অধিনায়কের ফেরার প্রসঙ্গে তেমনই বার্তা দিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তিন সপ্তাহ বিশ্রাম দেওয়া হয়েছে মাশরাফিকে। এ ছাড়া এই সময়ের কোনোরকম ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। ঈদের পর থেকে শুরু হবে মাশরাফির পুনর্বাসন। দেবাশীষ বলেন, ‘২১ দিন তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এ মুহূর্তে কোনো ধরনের অনুশীলন করা তাঁর জন্য সম্পূর্ণ নিষেধ। কোনো ধরনের পুনর্বাসন কার্যক্রমেও অংশ নিতে পারবেন না। এমনকি ফিজিওথেরাপিও বন্ধ। ব্যথা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়ার জন্য আমরা তাঁকে এই পরামর্শ দিয়েছি।’
অবশ্য বিশ্রাম চলাকালে নিয়মিত শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে বলা হয়েছে মাশরাফিকে। চিকিৎসকের কথায়, ‘এ সময় নিয়মিত তাঁর অবস্থা জানাতে বলা হয়েছে। তিনি আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এ মুহূর্তে তিনি কোনো ব্যথা অনুভব করছেন না। দৈনন্দিন কাজে তিনি কোনো ধরনের অসুবিধাও হচ্ছে না। তাতে বোঝা যায়, তাঁকে পুনর্বাসনে পাঠানোর সময় হয়েছে। ঈদের পর আমরা তাঁর পুনর্বাসন কাজ শুরু করব।’